হঠাৎ মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হলে কী করবেন
হঠাৎ যদি মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়, তাহলে কী করবেন? এমন অবস্থায় দুশ্চিন্তায় ভোগেন বেশির ভাগ ভুক্তভোগী। আসুন, আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে এ বিষয়ে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা। তিনি বলেন, মলদ্বারে রক্তক্ষরণ রোগীদের একটি কমন উপসর্গ, যেটা অনেক সময় রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন। রক্তক্ষরণ হওয়ার জন্য একটা কারণ হতে পারে, হঠাৎ করে রক্তক্ষরণ হতে পারে অথবা কারও অনেক দিন ধরে রক্তক্ষরণ হচ্ছে—দুই ধরনের লক্ষণই আসতে পারে। হঠাৎ করে রক্তক্ষরণের একটা কারণ হতে পারে আঘাত পাওয়া। অথবা কোনো কারণে কোষ্ঠকাঠিন্য হলে সেটার জন্য মলদ্বার ছিঁড়ে গিয়েও রক্তক্ষরণ হতে পারে।
ডা. আফরিন সুলতানা বলেন, যাঁরা অনেক দিন ধরে এ লক্ষণে ভুগছেন, তার একটা কারণ হতে পারে, খাদ্যনালীতে যদি কোনো রোগ থাকে, সেটার একটা লক্ষণ হতে পারে এই রক্তপাত হওয়াটা। এই জন্য এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে আমাদের দেশের মহিলারা এ ব্যাপারটাতে সংকোচ বোধ করেন এবং চিকিৎসকের কাছে যেতে চান না। কিন্তু এটা খুবই জরুরি। এ রকম যদি কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, অনেকেই এসব চিকিৎসার জন্য হাতুড়ে চিকিৎসকদের কাছে যান বা চিকিৎসকের কাছে না গিয়ে অন্যদের কাছে সাহায্য নেন, যেগুলো আসলে রোগীকে সাহায্য করতে পারে না। বরং তাঁরা অপচিকিৎসার শিকার হন।
ডা. আফরিন সুলতানার পরামর্শ, এ রকম যদি অসুবিধা হয়, আপনারা অবশ্যই বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আর যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, উনারা কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করতে পারেন। প্রচুর পানি খেতে হবে, দিনে এক থেকে দুই লিটার। শাকসবজি, ফলমূল বেশি করে খেতে হবে এবং পানির সাথে ইসপগুলের ভুসি খেতে পারেন। তখন আপনারা এ সমস্যা থেকে মুক্তি পাবেন। সবচেয়ে ভালো হচ্ছে এই সমস্যার জন্য একজন বিশেষজ্ঞ সার্জনের সঙ্গে যোগাযোগ করা।