হারবাল প্রোডাক্ট ব্যবহার কি ত্বকের জন্য ভালো
নারী-পুরুষ নির্বিশেষে রূপচর্চা আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে। অনেকে ত্বকের যত্নে হারবাল প্রোডাক্ট ব্যবহার করেন। আজ আমরা একজন বিশেষ ডাক্তারের কাছ থেকে ত্বকের যত্নে হারবাল প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে রূপচর্চায় কসমেটিকসের ব্যবহার সম্পর্কে বলেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
হারবাল প্রোডাক্ট ব্যবহার একটি ট্রেন্ড রয়েছে বিশ্বজুড়ে। আমরা জানি, ভেষজ বিভিন্ন উপাদান আমাদের ত্বকের জন্য ভালো। সে হিসেবে বিভিন্ন ধরনের হারবাল প্রোডাক্ট আমরা ব্যবহার করি। এটি কি স্কিনের জন্য ভালো? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ আল মামুন খান বলেন, যখনই আমরা কোনও একটি প্রোডাক্ট নিয়ে পড়তে যাই, ওখানে প্রথম দুই-তিনটা পয়েন্টের মধ্যে আসবে যে এটাই অন্যতম সেরা হারবাল প্রোডাক্ট। আসলে আমরা তো ডাক্তার, আপনি চিন্তা করে দেখেন; আমের মৌসুমে আমরা জুস বানালাম, এটাকে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। আপনি এটা কখন খেতে চান, এক-দেড় ঘণ্টা পরে ঠাণ্ডা হলে? অথবা রাতে, কালকে গেলেও কিন্তু আপনি খাবেন না। কেন? হারবাল জিনিস, ওটার মধ্যে যদি আমরা অন্য জিনিস, প্রিজারভেটিভ, কেমিক্যাল না মেশাই, এটা জীবনেও কখনও থাকবে না। পচে যাবে। ওই ক্রিমটা নিয়ে কোনও স্টাডি হয়েছে? ও রকম কিন্তু কোনও স্টাডি নেই।
ডা. আবদুল্লাহ আল মামুন খান বলেন, আমরা কার কাছ থেকে অ্যাডভাইজ নেব, তার ক্রেডিবিলিটিও আমাদের জানতে হবে। স্কিন কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় অরগান। আমাদের সবচেয়ে লার্জেস্ট অরগান, সবচেয়ে স্মার্ট অরগান। স্কিনে কত ব্রণ হয়, একা একাই ভালো হয়ে যায়। যেই আপনি একটু বেশি যত্ন করা শুরু করবেন, কসমেটিকসে যাবেন, অ্যাবিউস করবেন, আপনার প্রবলেম হবে।
কোন ধরনের ক্রিম বা কসমেটিকস আমাদের ব্যবহার করা উচিত হবে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ আল মামুন খান বলেন, প্রথমেই আমরা স্কিনটাকে তিন ভাগে ভাগ করে ফেলি। অয়েলি, ড্রাই আর মিক্সড। যাঁদের স্কিন অয়েলি, তাঁরা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীতে। তাদের কোনও ক্রিমই মাখার দরকার নেই। যদি কেউ অয়েলি হয়, ওর যদি ব্রণ না থাকে, ওর চেয়ে সুখী মানুষ তো পৃথিবীতে কেউ নেই। ওর কোনও ক্রিমই মাখার দরকার নেই। ও বরং মাঝেমধ্যে ফেসওয়াশ দিয়ে মুখ ধোবে বা গোসল করার সময় ওই সাবান দিয়েই মুখ ধুয়ে ফেলবে। এক-দেড় ঘণ্টা পরে মুখে আবার তেল চলে আসবে।
ত্বকে হারবাল প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।