হাড়ের জোড়া ছুটে গেলে আর কী কী সমস্যা হয়
অনেকের হুট করে পা মচকে যায়। লিগামেন্ট ছিঁড়ে যায়। হাড়ের জোড়া ছুটে গেলে আরও অনেক সমস্যায় পড়েন রোগীরা। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এই সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হাড়ের জোড়া ছুটে যাওয়া ও সমাধান সম্পর্কে বলেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বিভাগের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
হাড় ডিসপ্লেস হয়ে যাওয়া, জোড়া ছুটে যাওয়ার কারণে অন্যান্য আর কী কী ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন বলেন, যদি জোড়া সিম্পল ছুটে যায়, ওর সাথে যদি অ্যাসোসিয়েটেড কিছু না থাকে, যদি শুধু লিগামেন্ট ইনজুরির জন্য জোড়া ছুটে যায়; সে ক্ষেত্রে আমরা তাকে সিম্পল ব্যথার ওষুধ, লোকাল পার্টের একটা এক্স-রে করে তাকে এমারজেন্সিতে... হয় অজ্ঞান করতে হবে অথবা ঘুমের ওষুধ দিয়ে তার জোড়াটা বসিয়ে দিতে হবে। এটা ডিপেন্ড করে কোন জোড়াটা ছুটেছে, তার ওপর।
অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই জোড়া ছোটার সাথে যদি কখনও হাড় ভাঙা থাকে, তাকে দেখে, অন্যান্য ইনভেস্টিগেশন বা এক্সরে বা সিটিস্ক্যান দেখে ট্রিটমেন্ট হবে। যেমন—যদি হাড় ভাঙা থাকে, প্রথমে জোড়াটা বসাতে হবে, হাড় ভাঙার চিকিৎসাটা পরবর্তীতে নিতে হবে; কনজারভেটিভ না কি অপারেটিভ চিকিৎসা হবে… এখন যদি জোড়ার সাথে রক্তনালী ছিঁড়ে যায়, তাহলে মারাত্মক সমস্যা নিয়ে এলো। সে ক্ষেত্রে তার রক্তনালীর চিকিৎসা করতে হবে। সাথে সাথে জোড়া ছোটা বা হাড় ভাঙার চিকিৎসা করতে হবে। যদি তার স্নায়ুর সমস্যা হয়, অনেক সময় জোড়া বসানোর পর স্নায়ুর সমস্যা ভালো হয়ে যেতে পারে। আমার লক্ষ করি, তিন-চার মাসেও যদি স্নায়ু ফিরে না আসে, সে ক্ষেত্রে ওখানটা ওপেন করে স্নায়ুর চিকিৎসা দিয়ে থাকি।
অনেকের হাড়ের জোড়া ছুটে যাওয়া বা এ ধরনের সমস্যা বারবার হতে থাকে, এ ক্ষেত্রে কী করণীয়; এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।