হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ
অনেকেই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হেপাটাইটিস বি ভাইরাস ও এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে হেপাটাইটিস বি ভাইরাস ও এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছেন আজগর আলী হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. উৎপল দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
এইচবিএস কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. উৎপল দাশগুপ্ত বলেন, এইচবিএস যেটা ইন্ডিকেট করে, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস নামক ভাইরাসের একটা সংক্রমণ। হেপাটাইটিস বি ভাইরাসের অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে একটা পার্ট হলো সারফেস এন্টিজেন, যাকে আমরা এইচবিএস হিসেবে সবাই এক নামে জানি। কারও হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ বা ইনফেকশন আছে কি না, সেটা জানার জন্য এই এইচবিএস পরীক্ষা করা হয়।
হেপাটাইটিসের সাথে জন্ডিসের একটা সম্পর্ক আছে, এটা সবাই জানে। হেপাটাইটিসের সারফেস এন্টিজেন কারও যদি পজিটিভ হয়, তখন কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. উৎপল দাশগুপ্ত বলেন, জন্ডিস একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হলো চোখ হলুদ হয়ে যাওয়া বা প্রস্রাবও অনেক হলুদ হয়ে যাওয়া। অনেকে মনে করে একটু জ্বর হলে, খেতে না পারলে, শরীর ম্যাজম্যাজ করলে জন্ডিস হয়েছে। এটা কিন্তু জন্ডিস নয়। জন্ডিস বা চোখ হলুদ হয়ে যাওয়া হেপাটাইটিসের লক্ষণ। হেপাটাইটিস মানে লিভারের সংক্রমণ। লিভারের সংক্রমণ নানান ভাইরাস দ্বারা হয়। এমনকি ওষুধ দ্বারাও হয়। লিভারে সংক্রমণ হয়ে বা লিভারে প্রদাহ হয়ে হেপাটাইটিস হয়, তখন এটা একটা লক্ষণ হিসেবে জন্ডিস প্রকাশ পায়।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. উৎপল দাশগুপ্ত বলেন, হেপাটাইটিস বি ভাইরাস রোগীদের বলব, এইচবিএস পজিটিভ থাকলেই আপনি রোগী নন। এইচবিএস পজিটিভ মানেই জন্ডিস নয়। আমাদের শরীর সব জীবাণুর সাথে যুদ্ধ করার জন্য সক্রিয়। ৮০ শতাংশ হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ নিজে নিজেই বডি ক্লিয়ার করে দেয়। এইচবিএস নেগেটিভ করে দেয়। কিন্তু যাদের শরীরে থেকে যায়, এটা লং টার্মের জন্য থাকে। দেখা যায় যে অ্যাপারেন্টলি সুস্থ মানুষ, বিদেশে যাচ্ছে অথবা কোনও একটা স্ক্রিনিং করতে গিয়ে ধরা পড়ল। তখন আমরা দেখি তার যে এইচবিএস আছে, সেটা সক্রিয় ভাইরাস না কি ভাইরাসটা সুপ্ত অবস্থায় জাস্ট আছে। আমরা রোগীদের বলি, আপনার হেপাটাইটিস বি ভাইরাস আছে, কিন্তু আপনি এখন পেশেন্ট না, দুশ্চিন্তা করতে হবে না, রেগুলার ফলোআপে থাকতে হবে।
হেপাটাইটিস বি ভাইরাস, টিকা এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।