অস্টিওআরথ্রাইটিসের আধুনিক চিকিৎসা কী?

পিআরপি ও স্টিম সেল অস্টিওআরথ্রাইটিসের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অস্টিওআরথ্রাইটিসের নতুন চিকিৎসা পদ্ধতি কী?
উত্তর : সাধারণত তরুণাস্থি বা কার্টিলেজ যেটা ক্ষয় হয়ে গেছে, একে রিজেনারেট করতে চাই। সেই ক্ষেত্রে পিআরপি বা স্টিম সেল দিয়ে এই চিকিৎসা করা যাবে।
পিআরপি রেজিনারেটিভ মেডিসিনের একটি নতুন শাখা। সেখানে দুটো বিষয় আছে। একটি হলো পিআরপি। আরেকটি হলো স্টিম সেল। রোগের ধরনের ওপর নির্ভর করে আমরা পিআরপি এবং স্টিম সেল ব্যবহার করি।
প্রশ্ন : অস্টিওআরথ্রাইটিসের ক্ষেত্রে এ ধরনের চিকিৎসার সুবিধা কী?
উত্তর : আমরা পিআরপি বা স্টিম সেল রোগীর শরীর থেকে নিয়ে ব্যবহার করি। কারণ টিস্যু রিজেনারেট করে তার রোগের জন্য যে ব্যথার কারণ সেগুলো থেকে উত্তরণের জায়গা হয়েছে। আর নিজের শরীর থেকে তৈরির কারণে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটা দীর্ঘমেয়াদি রোগ থেকে ভালো রাখার একটি জায়গা তৈরি করে দেবে।
প্রশ্ন : পিআরপি বা স্টিম সেল দিয়ে চিকিৎসার পরপরই কি স্টিম সেলের দরকার হতে পারে?
উত্তর : নড়াচড়া কমে যায়। এ ক্ষেত্রে পিআরপি স্টিম সেলের সঙ্গে ফিজিওথেরাপির জন্য রিহেবিলিটেশনটাও পরামর্শ দিয়ে থাকি।
প্রশ্ন : কোন ধরনের রোগীর ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন? আর কোন ধরনের রোগীর ক্ষেত্রে আপনাদের মতামত থাকে যে রিজেনারেটিভ মেডিসিন দিয়ে বা স্টিম সেল বা পিআরপি দিয়ে আগানোর?
উত্তর : মূলত অস্টিআরথ্রাইটিসের ক্ষেত্রে যদি প্রথমে রোগটি ধরা পড়ে, সেই ক্ষেত্রে আপনার জীবনযাত্রার পরিবর্তন বা আপনি কিছু কিছু ব্যায়াম করেন যদি, ওজন ব্যবস্থাপনা করেন যদি, আপনি ভালো থাকেন, একটু যদি প্যারাসিটামল মাঝে মাঝে খেয়ে আপনি ভালো থাকেন, তাহলে ওই পদ্ধতিতে কিছুদিন চিকিৎসা নেবেন। এরপর দেখা যাচ্ছে নির্ভরতা তৈরি হচ্ছে ব্যথানাশক ওষুধের ক্ষেত্রে তখন ফিজিওথেরাপি নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে রোগের প্রাথমিক দিকেই আমরা পিআরপির মাধ্যমে চিকিৎসা করতে পারি।
আর রোগ যদি খুব বেড়ে যায়, যে ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন, অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই, সে ক্ষেত্রে কোনো অস্ত্রোপচার ছাড়াই, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে।