ডায়াবেটিস হলে ফলোআপ জরুরি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা খুব জরুরি। শুধু ডায়াবেটিস রোগী নয়, তার পরিবারের সব সদস্যের বিষয়গুলো সম্বন্ধে সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৭তম পর্বে ডায়াবেটিসের সচেতনতার বিষয়ে কথা বলেছেন ডা. কমল কলি হোসেন। বর্তমানে তিনি চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ায় মেডিসিন বিভাগে প্রাইভেট প্র্যাকটিস করছেন।
প্রশ্ন : ওই জাতীয় বিষয়ে যেন না যাওয়া লাগে, সে জন্য কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?
উত্তর : ওরাল মেডিকেশনে খুব একটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে না। আর ইনসুলিনের ব্যাপারে বলি, তুমি ইনসুলিন নেওয়ার আগে সুগার পরীক্ষা করবেন। সুগার চেক করে তিনি ইনসুলিন সমন্বয় করবে। সমন্বয়টা শিখতে হবে।
ডায়াবেটিস অ্যাসোসিয়েশনে এ ধরনের লোক আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, ডায়াবেটিস কাউন্সিল আছে, যারা এসব শিক্ষা দেয়।
আরেকটি জিনিস বলব, ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে দেখতে হবে তার পায়ের নখ ঠিক আছে কি না। ফাঙ্গাস হচ্ছে কি না। এগুলো কিন্তু চিকিৎসার অংশ। আরেকটি হলো ফলোআপ। এটা করতেই হবে।