কেমোথেরাপি দিলেই কি চুল পড়ে?
অনেকে মনে করেন কেমোথেরাপি দিলেই চুল পড়ে। তবে বিশেষজ্ঞরা বলেন, সব কেমোথেরাপির ক্ষেত্রেই বিষয়টি হয় না। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কেমোথেরাপির ক্ষেত্রে অনেক সময় ভয় থাকে চুল পড়ে যাবে। হেডনেক ক্যানসারের বেলায় কি এই সমস্যা হয়?
উত্তর : সব কেমোথেরাপিতে চুল পড়ে যায় না, কিছু কিছু কেমোথেরাপিতে চুল পড়ে। চুল পড়া জিনিসটি সামাজিকভাবে মানুষের চোখে খুব সহজেই আসে। সেই জন্য মানুষ একে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে।
প্রশ্ন : চুল পড়ে গেলে সাধারণত স্বাভাবিক হতে কতদিন সময় লাগে?
উত্তর : সাধারণত দুই মাস সময় লাগে। দুই মাসের মধ্যে আবার চুল উঠে স্বাভাবিক হয়ে যায়।