ক্যানসার সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে
ক্যানসার সচেতনতায় বাংলাদেশ কাজ করছে। ক্যানসার নিয়ে জানার আগ্রহ বাড়ছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একদিকে আপনি বলছেন উন্নতি হচ্ছে। আবার আমরা শুনতে পাই ক্যানসার বেড়ে যাচ্ছে—কেন?
উত্তর : ক্যানসার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি আগে বাংলাদেশে ছিল না। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আমরা প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে গিয়েছিলাম, আমরা ধারণা করতে পারিনি যে মানুষের মধ্যে এই বিষয়ে জানার এত আগ্রহ রয়েছে। আগে ক্যানসারের কথা বলতাম, একটি লিফলেট দিতাম। মানুষ শোনার আগ্রহ দেখাত না। এখন মানুষ আগ্রহ ভরে সেটা শুনছে। সাধারণ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমাদের কাছ থেকে সেই লিফলেটটি নিচ্ছে, পড়ছে। বাড়িতে নিয়ে যাচ্ছে। ফেলে দিচ্ছে না। তেমনি টেলিভিশনে যখন এই অনুষ্ঠানগুলো হয়, আমরা প্রচুর সাড়া পাই। বলছি সচেতনতা বাড়ছে। তবে সাধারণ মানুষের দরজায় পৌঁছে যাওয়া পর্যন্ত যে কাজ সেখানে অনেক কিছু বাকি আছে। আমি বলতে চাই, ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা আছেন তাঁদের অংশগ্রহণ তুলনামূলক কম। যেমন বইগুলোতে প্রতিরোধের ব্যবস্থাটা কম বলা হয়েছে।