রেডিও ও ক্যামোথেরাপি কি আতঙ্কের?

রেডিও ও ক্যামোথেরাপি দিতে অনেকে আতঙ্কবোধ করেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৩ তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রেডিও ও ক্যামোথেরাপির ওপর মানুষের এক ধরনের আতঙ্ক কাজ করে। আসলে কি এটি কোনো আতঙ্কজনক চিকিৎসা?
উত্তর : এটা আতঙ্কজনক চিকিৎসা নয়। রোগীর কনফিডেন্স আনার জন্য, যেটা করি আমাদের জায়গায়, রোগীকে আগে থেকে সতর্ক করা। বলা যে আপনাকে এই উদ্দেশ্যে চিকিৎসা দেওয়া হবে। এই চিকিৎসার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সবই আপনার হবে এটি বলব না আমরা। একটি হতে পারে। একাধিকও হতে পারে। তাকে ভয় দেখানোর জন্য নয়। তাকে তথ্য দেওয়া। মানসিকভাবে তাকে তৈরি করা। এটি তাকে এমনভাবে বলতে হবে যেন ভয় না পায়, যেন তথ্যটা পায়। এভাবে চিকিৎসা করা উচিত।