ওজন কমালে শ্বাসকষ্ট কমবে
যাদের ওজন বেশি এবং যারা শ্বাস কষ্টের সমস্যায় ভুগছেন তাঁদের ওজন কমালে কিছু ক্ষেত্রে অ্যাজমার সমস্যা কমে। এ ছাড়া ফুসফুসের কার্যক্রম ঠিক থাকে ওজন কম থাকলে। চেষ্ট জার্নালে প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
স্থূল শরীরের মানুষদের ওপর এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসের মাধ্যমে চালানো গবেষণায় দেখা গেছে দেহের ওজন কমলে অ্যাজমার তীব্রতাও কমে আসে।
আগের গবেষণাগুলোতে দেখানো হয়,অ্যাজমার সাথে ওজনের কী সম্পর্ক রয়েছে। তবে এই গবেষণা আলাদা, কারণ এখানে রোগটি ভালো করার একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। ক্যানাডার ওতাওয়া বিশ্ববিদ্যালয়ের স্মিতা পাকহেলা জানান, এই গবেষণার মাধ্যমে ওজন কমিয়ে অ্যাজমা নিয়ন্ত্রণের একটি চমৎকার পদ্ধতি বের করা গেছে।
গবেষণায় বলা হয়, অন্যদের তুলনায় যাদের ওজন বেশি তাদের অ্যাজমার ঝুঁকি বেড়ে যায় এক দশমিক ৪৭ ভাগ। এ ছাড়া যাদের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই তাদের অ্যাজমা হওয়ার ঝুঁকি ৩৫ শতাংশ বেশি। ১৮ থেকে ৭৫ বছর বয়সী মানুষ, যাদের ওজন ২২ শতাংশ বেশি, তাদের ওপর এই গবেষণা চালানো হয়।
গবেষকদের মতে, যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা জরুরি।