সোরিয়াসিসের চিকিৎসা কী?
সোরিয়াসিস দীর্ঘমেয়াদি রোগ। তাই এর চিকিৎসাও দীর্ঘমেয়াদি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৮৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ারের চর্ম ও যৌন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসার বিষয়টি কী ধরনের ওপর নির্ভর করছে?
উত্তর : নিঃসন্দেহে। কারণ, চিকিৎসার শুরুতে ওষুধ গায়ে লাগানো হয়। আমরা আস্তে আস্তে খাওয়ার ওষুধের দিকে যাই। মাঝখানে একটি প্রক্রিয়া আছে আল্ট্রাভায়োলেট রে থেরাপি। এখানে আল্ট্রাভায়োলেট এ ও আল্ট্রাভায়োলেট বি রশ্মি মেশিনের মাধ্যমে সোরিয়াসিসের ওপর প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। আমি বলছিলাম যে লাগানো ওষুধ দিয়ে শুরু, শেষ হলো খাওয়ার ওষুধ, মাঝখানে আল্ট্রাভায়োলেট আলোর একটি সুবিধা আছে।
এটি জীবনঘাতি রোগ নয়। তবে কিছু সোরিয়াসিস আছে এতে ভোগান্তি বেশি হয়। এটি খুবই স্বল্পতম। তবে কোনো কোনো সময় সোরিয়াসিস জীবনঘাতী হতে পারে।
প্রশ্ন : ফলোআপের সময় আপনারা কী দেখেন?
উত্তর : আসলে সোরিয়াসিসের ব্যাপ্তি কতটুকু দেখে নিই। যদি অল্প জায়গায় দীর্ঘস্থায়ী বোঝা যায়, তাহলে লাগানো ওষুধ দিয়ে সেটি নিয়ন্ত্রণ করা সহজ হবে। তবে যখন এটি সীমা পেরিয়ে সারা শরীরে হয়, মাথার চুলের ভেতরেও হয়, পায়ের নিচেও হয়, হাতের তালুতেও হয়, এমনকি ভাঁজ ভাঁজ জায়গায়ও হয়, সেই ক্ষেত্রে লাগানো ওষুধের ব্যবহার কমে আসে। তখন হয়তোবা খাওয়ার ওষুধে যেতে হয়। এগুলো আসলে লক্ষণীয়। আসলে সোরিয়াসিসের রোগের ব্যাপ্তির ওপর নির্ভর করে আমরা চিকিৎসা করে থাকি।