ভ্যাজাইনাল ডিসচার্জ কখন অস্বাভাবিক?
ভ্যাজাইনাল ডিসচার্জ বা স্রাব নারী শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কখনো কখনো এটি অস্বাভাবিক হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. লুৎফা বেগম লিপি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগেরপরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ভ্যাজাইনাল ডিসচার্জ বলতে কী বোঝায়?
উত্তর : ভেজাইনাল ডিসচার্জ বলতে বোঝায়, যোনি পথ দিয়ে যে স্রাব আসবে সেটি। সাধারণত প্রাকৃতিকভাবেই এটি হয়।
প্রশ্ন : এই স্বাভাবিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা কখন ঘটে?
উত্তর : আসলে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিকভাবেই প্রত্যেকের শরীরে থাকে। বিভিন্ন বয়সে এই ডিসচার্জের চেহারা বিভিন্ন রকম হয়। বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব হওয়ার আগে ডিসচার্জের পরিমাণ বেড়ে যায়। কারণ, হরমোনের পরিবর্তন হয়। সেই সময় দেখা যায়, আমাদের মায়েরা মেয়েদের নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন। অনেকে ভাবেন, এত বেশি ডিসচার্জ হচ্ছে ! হয়তোবা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। অনেকের ধারণা শরীর থেকে ক্যালসিয়াম চলে যায় এ সময়। তাই তাদের কাছে মনে হয় শরীর ভেঙে যাচ্ছে। আসলে কিন্তু এর জন্য শরীর ভেঙে যায় না। বরং অপুষ্টিজনিত কারণে এটি হয়।
আবার মেয়েদের যেই বয়সে সন্তান হয়, রিপ্রোডাকটিভ এইজ- এই সময়ে ডিসচার্জের ধরন আলাদা হয়। সংক্রমণের জন্য সমস্যা হতে পারে।
ডিসচার্জ দুর্গন্ধযুক্ত হলে, বেশি হলে অথবা এর সঙ্গে চুলকানি হলে বিষয়টি ঝুঁকিপূর্ণ। এ রকম রোগী এলে আমাদের কিন্তু বিষয়টি নিয়ে ভাবতে হবে। আবার অনেক সময় ক্যানসারের পূর্ব লক্ষণ হিসেবেও এটি প্রকাশ পায়।

ফিচার ডেস্ক