প্রতিষ্ঠাবার্ষিকী
‘এনটিভির কর্মীরা অনেক আন্তরিক’
এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩ জুলাই, সোমবার। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নামী দুজন চিকিৎসক। এনটিভির কর্মীরা আন্তরিক বলে মন্তব্য করেছেন তাঁদের একজন।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সজল আশফাক বলেন, “এনটিভির সঙ্গে আছি বছর সাতেক তো হবেই। মানে এনটিভির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এ সময়ে। এনটিভির অনুষ্ঠান ভালো লাগে শুরু থেকেই। বিশেষ করে এনটিভির নাটক, সংবাদ, রিয়েলিটি শো। ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ খুবই মানসম্পন্ন অনুষ্ঠান।”
‘এনটিভি পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে নানা সময়ে পরিচয় হয়েছে। তাঁরা প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চেষ্টা করেন বলে আমার মনে হয়েছে। তাঁরা অনেক বেশি প্রফেশনাল। এ কারণে এনটিভি বিষয়ে একটা পজিটিভ ইমেজ আমার মনে গেঁথে আছে।’
সজল আশফাক আরো বলেন, “এনটিভির ‘স্বাস্থ্য প্রতিদিন’ খুবই সুন্দর একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান। এই মানের অনুষ্ঠান দেশের কোনো চ্যানেলে হচ্ছে বলে আমি জানি না। তবে অনুষ্ঠানের সময় খুবই কম। এই অনুষ্ঠানে ‘ভুলে ভরা গল্প’ নামে আমার একটা পর্ব প্রচারিত হতো। অনুষ্ঠানটির আরো আঙ্গিক পরিবর্তন করা যেতে পারে। যেমন : উপস্থাপনার স্টাইল চেঞ্জ করা যেতে পারে, দর্শক রাখা যেতে পারে।”
‘আমেরিকায় Dr OZ show নামে একটা অনুষ্ঠান হয়। এমন ধাঁচের একটি অনুষ্ঠান এনটিভি কর্তৃপক্ষ চাইলে করতে পারে। তবে খরচ অনেক। ভালো স্পন্সর লাগবে। এনটিভি পরিবারের চেনা-অচেনা সকলকে শুভেচ্ছা।’
রাজধানীর অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘এনটিভি সব সময় আমাদের কাছে স্বীকৃতিপ্রাপ্ত, পছন্দের একটি জায়গা। কর্মব্যস্ততার কারণে সব সময় সব অনুষ্ঠান দেখা হয় না। তবে এনটিভি অনলাইন থেকে সব সময় খবরের আপডেট জানি। এটি খুব ভালো লাগে। আমার কাছে যেকোনো প্রতিষ্ঠাবার্ষিকী এলেই মনে হয়, প্রতিষ্ঠানটি একটি অবস্থান তৈরি করতে পেরেছে এবং আমরা তার ওপর আরো ভরসা রাখতে পারব। এনটিভির রিপোর্ট খুব পরিষ্কার, বর্ণনা ভালো হয়। সংবাদের ধারাবাহিকতা খুব পরিচ্ছন্ন, আকর্ষণীয়।’
‘এনটিভির স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠানটি সকালে হয়। এটা ভালো সময়। তবে অনুষ্ঠানটি যদি সন্ধ্যায় আবার প্রচার করা হতো, তাহলে সবার দেখার সুযোগ হতো। অনুষ্ঠানটিতে চিকিৎসকদের যতটি স্লট আছে, সে তুলনায় পুষ্টিবিদদের সীমিত। এ ক্ষেত্রে ডায়েটের আরো বিষয় আনলে ভালো হয়। আরো কিছু স্লট পুষ্টিবিদদের দিলে মনে হয় ভালো হয়।’
তামান্না চৌধুরী আরো বলেন, ‘এনটিভি অনলাইনে একটি আলাদা স্বাস্থ্যের অংশ রয়েছে। এখানে ডায়েটের জন্য একটি আলাদা ভাগ রয়েছে। এটা ভালো লেগেছে।’
‘এনটিভি অনলাইনে যেই লেখকের লেখা সবচেয়ে বেশি হিট হবে, তাঁকে একটু সম্মাননা দেওয়া যেতে পারে। এতে লেখকরা আরো উৎসাহিত হবেন। যেহেতু দুই বছর হয়েছে অনলাইনটির, তাই গেটআপ আরো একটু গ্ল্যামারাস করা যেতে পারে।’