‘অযথা ভীতি তৈরি হয় এমন কোনো খবর দেখিনি’
আজ এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশের নামী তিনজন চিকিৎসক শুভেচ্ছা জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করীম কাজল বলেন, “আমি প্রথম টেলিভিশন অনুষ্ঠান করি এনটিভিতে। ‘শুভসন্ধ্যা’ নামে একটি অনুষ্ঠান হয়, এখানে এসেছি। আবার ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের প্রায় ১০/১২টা এপিসোডে ছিলাম। এনটিভির স্বাস্থ্যবিষয়ক অনেক নিউজে বিশেষজ্ঞ হিসেবে মত দিয়েছি।”
‘এনটিভি সবকিছুর একটি ভারসাম্য রাখে। নিউজগুলো নিরপেক্ষ মনে হয়েছে। মানুষের মধ্যে অযথা ভীতি তৈরি হয় এমন কোনো নিউজ এনটিভিতে দেখিনি। রিপোর্টের তথ্য দর্শক ভালোভাবে বোঝে।’
‘আমি বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে কাজ করেছি। আমি মনে করি, রেকর্ডিংয়ের ক্ষেত্রে এনটিভি খুব ভালো। এই চ্যানেল বেশ পরিষ্কার আসে, শব্দ ও ছবি বেশ পরিষ্কার। বাংলাদেশ ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য নিয়ে ভালো অনুষ্ঠান হয় এই চ্যানেলে।’
এনটিভি যেন তার অনুষ্ঠানের মান ধরে রাখে—এ প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘চ্যানেলটি যেন দিন দিন আমাদের সমাজে কাজে লাগে, মানুষের অসুস্থ মানসিকতা, অস্থিরতা ইত্যাদির যেন পরিবর্তন ঘটাতে সাহায্য করতে পারে, এটি প্রত্যাশা।’
নিউজের প্রেজেন্টেশন যারা করবে, তাদের শব্দের পার্থক্য বুঝতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যখন পড়া হবে, তখন যেন একেবারে প্রমিত বাংলা ব্যবহার করা হয়—এই জিনিসগুলো খেয়াল করা উচিত।’
‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানটি অনেক তথ্য দিয়ে অনেক সময় খেই হারিয়ে ফেলে বলে মনে হয় জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানের দুর্বল দিক হলো, কোনো একটি চেম্বারে, ডাক্তারের কাছে গিয়ে তথ্য নিয়ে আসে। ব্যায়ামের কিছু অংশ, পুষ্টির কিছু অংশ অনেক সময় মানসম্মত হয় না। শুধু প্রথম অংশটুকু থেকে যেতে পারে। আর এটি খুব সকালে দেখানো হয়। আমার মনে হয়, বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের জন্য অসুবিধা হয় এটি দেখার ক্ষেত্রে। যখন মানুষ বাসায় থাকে বা রিলাক্স থাকে, সেই সময় অনুষ্ঠানটি প্রচার করা যেতে পারে। অন্য কোনো সময় অনুষ্ঠানটি পরিবর্তন করা উচিত বা পুনঃপ্রচারের জায়গা থাকতে পারে।’
রাজধানীর শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার আন্তরিক শুভেচ্ছা। এই চ্যানেলের সঙ্গে কয়েক বছর ধরে কাজ করছি। এনটিভি দিয়েই আমরা টিভিতে যাত্রা শুরু।’
“এনটিভির ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানটি খুব ভালো। প্রতিদিন এই অনুষ্ঠানটি মানুষের মাঝে স্বাস্থ্যবিষয়ক তথ্য পৌঁছে দেয়। এ ছাড়া অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানটি দেখা যায়। কেবল দেশেই নয়, দেশের বাইরেও অনুষ্ঠানটির জনপ্রিয়তা অনেক।”
“‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানটির অনেক সেক্টর রয়েছে। জেনারেল ফিজিশিয়ান, পুষ্টিবিদ থাকেন। অনুষ্ঠানে অল্প সময়ের মধ্যে অনেক বিষয় তুলে আনা হয়।”
‘এনটিভির অন্যান্য অনুষ্ঠানের মান ভালো। সকালের গানের অনুষ্ঠানটি ভালো লাগে। রান্নাবিষয়ক অনুষ্ঠানগুলো ভালো লাগে। মাঝেমধ্যে অনলাইনের খবরগুলো দেখা হয়। নাটকের মান খুব ভালো এই চ্যানেলের। তবে ঈদের সময়ই নাটক বেশি দেখা হয়।’
‘এনটিভি আমার কাছে একটি পরিবারের মতো। এখানকার প্রডিউসার, উপস্থাপক—সবার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। আমি এনটিভির প্রতি কৃতজ্ঞতা। আমি বেশিরভাগ অনুষ্ঠান এনটিভি ও চ্যানেল আইতে করি। এনটিভির সঙ্গেই আছি।’
ঢাকা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদ মো. খান বলেন, ‘প্রথমে জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। এনটিভির অনুষ্ঠান দেখা হয়। খবর, টকশো ইত্যাদি বেশি দেখা হয়। এখানে যথেষ্ট উঁচুমানের অনুষ্ঠান হয়।’
‘স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান অনেকদিন ধরে করছে। এই জন্য আমি গর্বিত। অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমধর্মী। সহজভাবে স্বাস্থ্যবিষয়ক পরামর্শগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়। এর সঙ্গে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া যায়, তাহলে আমার মনে হয় দর্শকদের কাছে আরো বেশি আকর্ষণীয় হবে। এটি একটি ভালো চ্যানেল। চ্যানেলটি এর মান বজায় রাখতে পারবে—জন্মদিনে এটাই প্রত্যাশা।’