কান, নাক ফোঁড়ানোর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রেহাই পেতে করণীয়

বাঙালি নারীদের অনেক আগে থেকে কান ও নাক ফোঁড়ানোর রেওয়াজ থাকলেও আজকাল পাশ্চাত্য ফ্যাশনের অংশ হিসেবে ছেলেমেয়ে উভয়েই এটি করে থাকে। পার্লারে এ কাজে সাময়িকভাবে এনেসথেসিয়া প্রয়োগ করলেও অনেকেরই পরবর্তীকালে ব্যথা, জ্বালাপোড়া, চুলকানিসহ নানা সমস্যা দেখা দেয়।
ঘরোয়াভাবে কান, নাক ফোঁড়ানোর পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্যা সমাধানে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
সাবান পানি
নতুন করে ফোঁড়ানো স্থানকে সব সময় পরিষ্কার রাখতে হবে। এ ক্ষেত্রে মৃদু অ্যান্টিবায়োটিক সাবান ও পানি মিশিয়ে কটন বলের সাহায্যে স্থানটি পরিষ্কার করে নিতে পারেন। স্থানটি জীবাণুমুক্ত রাখতে দিনে দুবার এভাবে পরিষ্কার করুন।
টি ট্রি অয়েল
স্থানটি জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে পড়লে টি ট্রি অয়েল ব্যবহার করে উপকার পাবেন। কটন বল বা ড্রপার দিয়ে সরাসরি এই অয়েল প্রয়োগ করুন। ঠিক না হওয়া পর্যন্ত এই প্রাকৃতিক তেলটি নিয়মিত ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ১-২টি পাতা নিয়ে চিড়ে জেল বের করে ক্ষতিগ্রস্ত স্থানে লাগান। এই জেল প্রয়োগে দ্রুত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
লবণ পানি
লবণ ও হালকা কুসুম গরম পানি ৮:১ অনুপাতে ভালোভাবে মিশান। কটন বলের সাহায্যে পাঁচ মিনিট আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। ভালো ফলাফলের জন্য দিনে অন্তত চার বার এই পদ্ধতি অনুসরণ করুন। তবে সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।