বুক না কেটে হার্টের সার্জারির খরচ কত?

বুক না কেটে হার্টের সার্জারি বা মিনিমাল ইনভেসিভ হার্টের সার্জারি এখন বাংলাদেশেই সফলভাবে করা হয়। এই সার্জারির খরচের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৭তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : মিনিমাল ইনভেসিভ সার্জারির ক্ষেত্রে আমাদের দেশে চিকিৎসকদের দক্ষতা কেমন?
উত্তর : আমাদের দেশে এ মুহূর্তে দু-তিনটি ইনস্টিটিউট রয়েছে। এখানে মিনিমাল ইনভেসিভ বেশ রুটিনমাফিক করা হচ্ছে। এর মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কথা আমি বলতে চাই। এখানে প্রফেসর প্রশান্ত কুমার চান্দা রয়েছেন। তিনি এই বিষয়ে একজন পথিকৃৎ। আমাদের হাসপাতালের কথা বলতে চাই। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে আমিসহ আরো কয়েকজন রয়েছেন, যাঁরা নির্দিষ্ট কেসে নিয়মিত মিনিমাল ইনভেসিভ সার্জারি করছেন। এর বাইরে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু সেন্টারে মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি হচ্ছে। এটি বাড়ছে। এখন যাঁরা কনভেনশনাল সার্জারি করছেন, তাঁরাও হয়তো একসময় এটি করতে শুরু করবেন।
প্রশ্ন : এর খরচ কেমন ?
উত্তর : মিনিমাল ইনভেসিভ সার্জারির জন্য উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি খুব দামি।
বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা হার্ট সার্জারির মতো একটি সার্জারি করছি, আমি অবশ্যই বলব এটি অনেক বড় বিষয়। তবে আমরা যদি আন্তর্জাতিকভাবে তুলনা করি, এটি খুব অল্প খরচ। যে অস্ত্রোপচারে আপনি একটি ইউরোপিয়ান সেন্টারে প্রায় ২০/৩০ হাজার ইউএস ডলার খরচ করবেন, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আপনি চার/পাঁচ হাজার ইউএস ডলার খরচ করছেন। আর অবশ্যই মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারির জন্য কিছু অতিরিক্ত খরচ হবে।
বিশেষ করে আমি বলতে চাই, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিষ্ঠান। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা ব্যবসা করতে চাই না, সমাজের উপকার করতে চাই। তবে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারিতে কিছু বেশি খরচ হবে।