গর্ভাবস্থায় চেকআপ কতবার করতে হয়?
গর্ভাবস্থায় চিকিৎসকের কাছে গিয়ে নিয়মিত চেকআপ করা প্রয়োজন। গর্ভাবস্থার এই চেকআপকে বলা হয় অ্যান্টিনেটাল চেকআপ।
এই চেকআপ কতবার করতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৭তম পর্বে কথা বলেছেন ডা. শাহিদা খন্দকার। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডের গাইনি অ্যান্ড অবসটেট্রিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিনেটাল চেকআপ কতবার করতে হবে?
উত্তর : প্রথম থেকে সাত মাস পর্যন্ত প্রতি মাসে একবার আমরা গর্ভবতী মায়েদের আসতে বলি। পাঁচ মাসে আমরা একটি আলট্রাসনোগ্রাম করি। ভ্রুণের ফিটাল হার্ট ও কনজেনিটাল অস্বাভাবিকতা রয়েছে কি না, সেটি দেখি। সাত মাসের পর আমরা ১৫ দিন পর পর আসতে বলি। আলট্রাসাউন্ডে যখন ৪০ সপ্তাহ হয়ে যায়, তখন আমরা বলি প্রতি সপ্তাহে আসবে।

ফিচার ডেস্ক