ট্যারা চোখ : করণীয়

ট্যারা চোখ ভালো করা যায়—এ কথা অনেকেরই জানা নেই। ট্যারা চোখের চিকিৎসা মানেই অস্ত্রোপচার—এটা অত্যন্ত ভুল ধারণা। যদিও অধিকাংশ ক্ষেত্রেই অস্ত্রোপচারের দরকার পড়ে।
• চশমা
• চোখের ব্যায়াম
• অস্ত্রোপচার
এ তিনটি পদ্ধতির সমন্বয়ে ট্যারা চোখের চিকিৎসা করা হয়ে থাকে।
কী করবেন
• ট্যারা চোখের অস্ত্রোপচার পাঁচ/ছয় বছর বয়সের মধ্যেই করিয়ে নেওয়া ভালো। বেশি বয়সেও এটা করা যায়। যত ছোট বয়সে অস্ত্রোপচার করা যায়, তত ভালো ফল পাওয়া যায়।
• ট্যারা চোখ মানে স্বাভাবিক চোখ নয়। এতে দৃষ্টিশক্তির ত্রুটি থাকে। এ ছাড়া এ নিয়ে মানসিক হীনমন্যতা তো আছেই। কাজেই শিশুকে স্কুলে পাঠানোর আগেই অস্ত্রোপচার সেরে ফেলা উচিত। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনই এই অস্ত্রোপচার করে থাকেন।
কী করবেন না
• ট্যারা চোখ অবহেলা করবেন না। চিকিৎসা না নিলে অনেক সময় দৃষ্টিশক্তির ব্যাপক ত্রুটি দেখা দেয়।
• ট্যারা চোখ অস্ত্রোপচারের সময় দৃষ্টি হারানোর ভয় নেই, তাই অযথা ভীত হবেন না।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।