বিশ্ব হিমোফিলিয়া দিবস : রোগ সম্পর্কে সচেতন হোন

আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। দিবসটি উপলক্ষে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৬০তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। এই দিবসটিকে এত গুরুত্ব দিয়ে পালন করা হয় কেন? এই বছর এই দিবসের প্রতিপাদ্য কী?
উত্তর : আপনারা জানেন, এটি একটি জন্মগত রক্তরোগ। প্রায় ১৬ শতাব্দী থেকে এই রোগ পরিচিতি লাভ করে রয়েছে। হিমোফিলিয়া রোগটি নীরব ঘাতকের ভূমিকা পালন করে থাকে। ক্যারিয়ার যারা, তারা জানে না যে এই রোগটি তারা নীরবে বহন করে চলেছে।
এই জন্য এই রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং এই রোগ কীভাবে ছড়ায় এর ব্যাপ্তি, সমস্ত কিছু এবং রোগীদের কী চিকিৎসা রয়েছে, রোগীরা কীভাবে তার জীবনযাপন করবে, এসব জিনিস জানার জন্য বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া সংস্থাটি একটি হিমোফিলিয়া দিবস উদযাপন করে থাকে। এই দিবসটি উদযাপন করার প্রধান কারণ সচেতনতা তৈরি করা।
প্রশ্ন : এই বছর মূল প্রতিপাদ্য কী?
উত্তর : এই বছর মূল প্রতিপাদ্য হলো ‘শেয়ারিং নলেজ, মেকস অ্যাস স্ট্রোংগার’। মানে হিমোফিলিয়া সম্পর্কে আমাদের একে অপরকে বলা উচিত বা জানানো উচিত, যেন সচেতন হওয়া যায়। এবং এই রোগ প্রতিরোধে আরো ভূমিকা রাখতে পারি।
হিমোফিলিয়ায় কে রোগী, সেটা বোঝা, রোগ নির্ণয় করা, তাদের কী চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই দিবসের মূল প্রতিপাদ্য।