হিমোফিলিয়া চিকিৎসা করে কি নিরাময় করা সম্ভব?

জন্মগত রক্তের রোগ হিমোফিলিয়া সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। তবে চিকিৎসার মাধ্যমে অনেকটা সুস্থভাবে থাকা সম্ভব। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৬০তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : হিমোফিলিয়া চিকিৎসা করে কি নিরাময় করা সম্ভব?
উত্তর : চিকিৎসা করে নিরাময় সম্ভব নয়। তবে ছোটবেলা থেকে যদি চিকিৎসা করা হয়, সারা জীবন সুস্থ জীবন যাপন করতে পারবে। উন্নত চিকিৎসা দিয়ে সারাজীবন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।
প্রশ্ন : বাংলাদেশে কি এই চিকিৎসা রয়েছে?
উত্তর : বাংলাদেশে এই চিকিৎসা রয়েছে। যদিও একটু ব্যয়বহুল। ফ্যাক্টর প্রতিস্থাপন করা যায়। ফ্যাক্টর এইট বা নাইন আমাদের দেশে পাওয়া যায়। এটি দিয়ে এর চিকিৎসা খুব ভালোভাবে করতে পারি।