ব্রণ থেকে গর্ত : চিকিৎসা কী?
ব্রণ খুঁটলে অনেক সময় এ থেকে গর্ত, দাগ হয়ে যায়। ব্রণ থেকে গর্ত বা দাগের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ার-এর চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাগ দূর করার জন্য কী পরামর্শ দেন?
উত্তর : এখন অনেক চিকিৎসা চলে এসেছে। এটি হয়তো বা সবাই জানে না। গর্ত যদি হয়েও যায়, ভয়ের কিছু নেই। ওষুধ রয়েছে। আরেকটি হলো মাইক্রোনিডিল। এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি সংযোগ। গর্ত যদি হয়ে যায়, ভয়ের কিছু নেই। লাগানোর কিছু ওষুধ রয়েছে, রেটিনইক এসিড নাম। ওই রেটিনইক এসিড আমরা ব্যবহার করি গর্তের ওপর। গর্তগুলো অনেকটা সমান হতে থাকে। কিন্তু সম্পূর্ণ হয় না। সঙ্গে আমরা মাইক্রোনিডিল করি। এটি কলমের মতো এক ধরনের যন্ত্র। এটি ব্যাটারি ও ইলেকট্রিসিটি দিয়ে চলে। মাইক্রোনিডিল দিয়ে মুখের গর্ত জায়গাতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে দেওয়া হয়। তবে এটাতে ব্যথা লাগে না, কোনো রক্তও বের হয় না। তবে ছিদ্র করে দেওয়ার কারণে যে সেরামটা তৈরি হয় এর ভেতরে, সেটি জমা হয়ে গর্তগুলো পূরণ হয়ে সমান হয়ে যায়। তখন বোঝা যায় না, এখানে গর্ত ছিল বা স্কার ছিল।