চোখ ওঠা : সমাধানের ঘরোয়া উপায়
কনজাংটিভাইটিস বা চোখের সংক্রমণকে প্রচলিত ভাষায় চোখ ওঠা বলা হয়। চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, প্রদাহ, চোখ দিয়ে পানি পড়া, জ্বালা-পোড়া ইত্যাদি এ সমস্যার লক্ষণ।
সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা অ্যালার্জির সংস্পর্শে এসে এই সমস্যা হয়। এটি ছোঁয়াচে। তাই দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। চোখ ওঠার সমস্যা সমাধানে তো অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তবে এ সমস্যা উপশমে ঘরোয়া উপায়ও মেনে দেখতে পারেন। এ ক্ষেত্রে ব্ল্যাক টি ব্যাগ বেশ উপকারী।
চোখ ওঠার সমস্যা কমাতে ব্ল্যাক টি ব্যাগ ব্যবহারের উপায় জানিয়েছে টপ টেন হোম রেমেডি।
ব্ল্যাক টি বা কালো চায়ের মধ্যে থাকা ট্যানিন চুলকানি ও প্রদাহ কমায়। পাশাপাশি এর মধ্যে থাকা বায়োফ্ল্যাবোনয়েড ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের সঙ্গে লড়াই করে।
দুটি ব্ল্যাক টি ব্যাগ নিয়ে এক কাপ চা তৈরি করুন। কাপ থেকে টি ব্যাগ সরিয়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠাণ্ডা হতে দিন। এরপর ঠাণ্ডা টি ব্যাগ চোখের পাতার ওপর ১০ মিনিট রাখুন। ভালো ফলাফলের জন্য দিনে কয়েকবার এ পদ্ধতি অনুসরণ করতে পারেন।