পুরুষদের ক্যানসারের আট লক্ষণ, এড়িয়ে যাবেন না
ক্যানসার ছিল একসময়ের একটি ভীতিকর রোগ। তবে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করে যদি চিকিৎসা করা যায়, ক্যানসার কিন্তু ভালো হয়। এর জন্য চাই সচেতনতা। আর তাই ক্যানসার হওয়ার লক্ষণগুলো জানা চাই। পুরুষ ও নারী ভেদে কিছু ক্যানসার যেমন একই রকম হয়, তেমনি লিঙ্গভেদে ক্যানসারের কিছু ভিন্নতাও রয়েছে।
জীবনধারা বিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে পুরুষদের শরীরে প্রচলিত কিছু ক্যানসারের লক্ষণের কথা।
শরীর ব্যথা
অনেক তরুণ শরীর ব্যথায় ভুগে থাকেন। অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই ধরনের সমস্যা হয়। তবে শরীরে এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে কিন্তু সতর্ক হওয়া দরকার। এটি হাড়ের ক্যানসারের অন্যতম লক্ষণ। তাই এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ব্যায়াম না করেই ওজন কমলে
ওজন কমানোর জন্য অনেকে কত সাধ্য-সাধনা করে! ব্যায়াম করে, কম ক্যালোরিযুক্ত খাবার খায়, আরো কত কি! যদি এসব না করেও ওজন হঠাৎ অনেকটাই কমে যায় তবে কিন্তু চিন্তার কারণ রয়েছে। ক্যানসার বাসা বাঁধলে শরীরে এমন হয়। তাই চিকিৎসকের পরামর্শ নিন।
স্তনে পরিবর্তন
আপনি কি জানেন পুরুষদেরও স্তন ক্যানসার হতে পারে? আপনি যদি স্তনের বোঁটায় কোনো পরিবর্তন বা নিঃসরণ দেখতে পান, তবে দ্রুত চিকিৎসকের কাছে যান।
টেস্টিকুলার (অন্ডকোষ)
টেস্টিকুলার ভারী লাগা এর ক্যানসারের লক্ষণ। যদি টেস্টিকুলারে ব্যথা হয় এবং ফোলা ফোলা ভাব হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পাঁজরের নিচে তীক্ষ্ণ ব্যথা
নারীদের তুলনায় পুরুষরা ফুসফুসের ক্যানসারে বেশি ভোগেন। আপনি যদি ধূমপায়ী হন এবং শ্বাস নেওয়ার সময় বা নড়াচড়া করার সময় বুকের পাঁজরে খুব তীক্ষ্ম ব্যথা অনুভব করেন, তবে চিকিৎসকের শরণাপন্ন হোন।
অবসন্নতা
অবসন্নতা সাধারণত মানসিক সমস্যা। এর জন্য ব্যস্ততা ও শহুরে জীবনযাত্রার পদ্ধতিকে আপনি হয়তো দায়ী করতে পারেন। তবে সত্য হলো, দীর্ঘস্থায়ী অবসন্নতা কিন্তু রক্তের ক্যানসারের লক্ষণ।
হজমে সমস্যা ও পেটে ব্যথা
দীর্ঘমেয়াদি হজমে সমস্যা ও পেটে ব্যথা পাকস্থলী ক্যানসারের লক্ষণ। ধূমপান এই ধরনের ক্যানসার বাড়ানোর জন্য অনেকটাই দায়ী।
রক্ত যাওয়া
প্রোস্টেট ক্যানসার পুরুষদের মৃত্যুর একটি বড় কারণ। বীর্জের সঙ্গে রক্ত যাওয়া, প্রস্রাব করতে অসুবিধা হওয়া এগুলো প্রোস্টেট ক্যানসারের লক্ষণ। তাই এমন হলে এড়িয়ে যাবেন না, যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যান।