এক চিমটি মরিচ+এক কাপ তরমুজের জুস?
তরমুজ সাধারণত গরমকালের ফল। এটি গরমের সময় শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। সম্প্রতি গবেষণায় বলা হয়, দিনে দুইবার তরমুজের জুস খেলে শরীরের অনেক উপকার হয়, বিশেষ করে গরমের সময়। তরমুজের মধ্যে থাকা উপাদান কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে তরমুজের জুস খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়।
যখন আপনি এই ফলের মধ্যে সামান্য মরিচ ও লবণ যোগ করবেন, তখন ফলাফল আরো ভালো হবে। প্রয়োজনে ও স্বাদ বাড়াতে এক চিমটি থেকে আধা চা চামচ মরিচ গুঁড়োও যোগ করতে পারেন। এক কাপ তরমুজের রসের মধ্যে ভিটামিন সি ও ভিটামিন বি৫, বি১, বি৩ ও বি৬ পাওয়া যায়।
জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে মরিচ মিশিয়ে তরমুজের জুস খাওয়ার উপকারের কথা।
ওজন কমায়
তরমুজের জুস ওজন কমাতে বেশ উপকার করে। এর মধ্যে এক চিমটি মরিচের গুঁড়ো যোগ করলে ক্যালোরি দ্রুত কমাতে সাহায্য হয়।
কোলেস্টেরল কমায়
আপনি কি বাজে কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? তাহলে তরমুজের মধ্যে মরিচ মিশিয়ে খেতে পারেন। এটি শরীর থেকে বাজে কোলেস্টেরল কমাতে কাজ করে; হার্টকে ভালো রাখে।
গরমের অসুখ থেকে মুক্তি দেয়
গরমকালে র্যাশ হওয়ার সমস্যায় ভুগলে তরমুজের জুস খেতে পারেন। এটি ত্বকের চুলকানি কমায়; ত্বককে আর্দ্র ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
ক্যানসার প্রতিরোধ করে
তরমুজের মধ্যে রয়েছে লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট। এটি প্রোস্টেট গ্রন্থির ক্যানসার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে। এটি প্রোস্টেট গ্রন্থিকে স্বাস্থ্যকর রাখে।
হার্ট অ্যাটাক প্রতিরোধ করে
তরমুজের মধ্যে রয়েছে ভালো পরিমাণ ফোলেট। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। ফোলেট হৃৎপিণ্ডের রক্ত চলাচলকে ভালো করতে সাহায্য করে। এতে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয়।
পেটের সমস্যা
অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। তরমুজের জুস সামান্য মরিচের গুঁড়ো দিয়ে খেলে এই সমস্যা অনেকটাই কমে। পাশাপাশি সারা দিন অনেক পানিও কিন্তু খেতে হবে।