ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধ করবেন যেভাবে
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশ কষ্টদায়ক একটি সমস্যা। এ রোগের প্রতিরোধে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এ নিয়ে এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৫০তম পর্বে কথা বলেছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান পরামর্শক অধ্যাপক ডা. এম এ সামাদ।
প্রশ্ন : ইউটিআই প্রতিরোধের জন্য কী করতে পারি?
উত্তর : প্রতিরোধের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারি। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, বিশেষ করে নারীদের জন্য। তাদের অন্তর্বাসগুলো যেন খুব আঁটসাঁট না থাকে, টয়লেটে গিয়ে শৌচকার্য করার সময় হাত যেন সামনে থেকে পেছনে যায়। কারণ, পেছন থেকে যদি সামনের দিকে আসে, পায়ুপথের জীবাণুগুলো সামনে আসবে।
পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে যেসব জীবাণু আছে, সেগুলো ধুয়ে চলে যাবে। এ ছাড়া ক্রানবেরি জুস আছে, ক্যাপসুল আছে, সেগুলো খেলেও দেখা যায় যে সমস্যা কমে যেতে পারে।
প্রস্রাব চেপে রাখা যাবে না। যে কারণগুলো বলছিলাম, সেগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে প্রতিরোধ করা সম্ভব।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের চিকিৎসা কীভাবে করতে হয়?
উত্তর : চিকিৎসা খুব সহজ। দেখা যায়, প্রস্রাবের নালি থেকে প্রস্রাবের থলি পর্যন্ত সংক্রমণ হয়, অ্যান্টিবায়োটিক তিন থেকে পাঁচ দিন খেলে সেরে যায়।
আবার অনেক সময় ইনজেকশন দিয়ে চিকিৎসা করার প্রয়োজন পড়ে।
বেশি কষ্টদায়ক হলো যে অনেকের বারবার সংক্রমণ হয়। এদের ক্ষেত্রে একটি প্রতিরোধমূলক অ্যান্টিবায়োটিক খুব কম ডোজে দিয়ে রাখতে হয়। দীর্ঘদিন যদি খেতে থাকে, তাহলে দেখা যায় যে সংক্রমণকে প্রতিরোধ করা যেতে পারে। এতে তার অন্য কোনো ক্ষতি হবে না।