কীভাবে বুঝবেন মাইগ্রেনের ব্যথা
মাথাব্যথা প্রচলিত সমস্যা। তবে সব মাথাব্যথাই মাইগ্রেনের মাথাব্যথা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মাইগ্রেনের ব্যথায় আক্রান্ত হন।
মাইগ্রেনকে এক ধরনের নিউরোভাস্কুলার ডিজঅর্ডার বলা হয়। এ রকম ধারণার কারণ হলো, সমস্যাটি মস্তিষ্কে সৃষ্টি হয়। পরে ধীর ধীরে রক্তশিরায় ছড়িয়ে পড়ে। মাইগ্রেনের কারণে মাথাব্যথা হলে এর আলাদা কিছু লক্ষণ দেখা যায়। টাইমস অব ইন্ডিয়ায় মাইগ্রেনের ব্যথার কিছু লক্ষণ নিয়ে বলা হয়েছে।
মাইগ্রেনের ব্যথার কিছু লক্ষণ
- মাইগ্রেনের কারণে মাথাব্যথা হলে বমি ও বমি বমি ভাব হয়।
- ব্যথা মধ্যমমানের থাকে। কখনো কখনো খুব বেশি তীব্র হয়।
- এ সময় শারীরিক কোনো কাজ করার বা নড়াচড়া করার অবস্থা থাকে না।
- কিছু কিছু বিষয় স্পর্শকাতরতা তৈরি হয়, যেমন : আলো, শব্দ।
- এটি অন্তত তিন থেকে চার দিন স্থায়ী হয়।
আপনার মাথাব্যথা যদি এমন না হয়, তবে সেটি মাইগ্রেনের নয়। তবে যেকোনো মাথাব্যথাই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।