পাকস্থলীর ক্যানসারের লক্ষণ কী
প্রাথমিক অবস্থায় সাধারণত পাকস্থলীর ক্যানসারের লক্ষণ প্রকাশ পায় না। রোগ বেড়ে গেলে কিছু লক্ষণ প্রকাশ পায়। তখন রোগ জটিল হয়ে পড়ে। তাই যেকোনো ছোট বড় লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৬৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালমা সুলতানা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : পাকস্থলীর ক্যানসারের লক্ষণগুলো শুরুর দিকে কীভাবে প্রকাশ পায়?
উত্তর : আসলে প্রাথমিক অবস্থায় পাকস্থলীর ক্যানসারের কোনো লক্ষণ থাকে না। এটাই একে সবচেয়ে ভয়ঙ্কর করে ফেলেছে। আমাদের দেশের একটি প্রবণতা হলো কিছু হলেই আমরা বলি গ্যাসট্রিকের সমস্যা হয়েছে। আর ওষুধ এত সহজেই পাওয়া যায় যে একটু অস্বস্তিবোধ করলেই বা পেটে একটু গ্যাস হলেই, আমরা একটি গ্যাসট্রিকের ওষুধ খেয়ে ফেলি।
হজমে সমস্যা হওয়া ক্যানসারের প্রাথমিক একটি লক্ষণ। আবার দেখা যায় কোনো লক্ষণই নেই। একটু বদ হজমের মতো লাগে। মাঝেমধ্যে শুধু ক্লান্ত লাগে বা রক্তশূন্যতা হয়ে যাচ্ছে। কোনো কারণ নেই, উনি দুর্বল হয়ে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাধারণত এই ধরনের সমস্যা হয়।
প্রশ্ন : আপনাদের কাছে যখন আসে তখন কী এই অভিযোগ নিয়ে আসে? না কি অগ্রবর্তী পর্যায়ে আসে?
উত্তর : আমাদের কাছে এসব অভিযোগ নিয়ে খুবই কম আসে। দেখা যায়, এমন হলে সবাই দিনের পর দিন, মাসের পর মাস গ্যাসট্রিকের ওষুধ খায়। তখন টিউমারটা বড় হয়ে যায়। বড় হয়ে গেলে খাবার বের হওয়ার পথকে বন্ধ করে দেয়। তখন রোগীর বমি শুরু হয়।
টিউমার যখন বড় হয়ে যায়, তখন দেখা যায় পেটে চাকা অনুভব করে। অথবা রোগীর বমি হচ্ছে, খাওয়ার কিছুক্ষণ পর পর বা খাওয়ার সাথে সাথেই বমি হয়ে যাচ্ছে। অনেক সময় রক্তবমিও হচ্ছে। রোগটি আরো যদি বেড়ে যায়, দেখা গেল হয়তো লিভারে ছড়িয়ে গেল। তখন অনেক সময় জন্ডিস হয়ে যায়। পেটে পানি এসে যায়, পা ফুলে যায়।