ত্বকের ছুলির চিকিৎসায় কী করবেন?

ছুলি একটি ফাঙ্গাসজনিত রোগ। সাধারণত ত্বক স্যাঁতসেঁতে থাকলে এই রোগ হয়। এই রোগে শরীরে সাদা বা কালো ধরনের ছোপ ছোপ দাগ দেখা যায়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪১৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আহম্মেদ আলী। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং বর্তমানে মেডিনোভা মেডিকেল সার্ভিসের একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ছুলি হলে আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন?
উত্তর : আসলে ছত্রাকজনিত চর্মরোগের চিকিৎসা খুবই ভালো। শতভাগই নিরাময়যোগ্য। চলে যায়। খুব বেশি খরচও হয় না। প্রাথমিকভাবে, অল্প জায়গায়, অল্প রোগের চিকিৎসায় ছত্রাকবিরোধী কিছু মলম আছে। শুধু মলম দিলেই হয়ে যায়। দিনে দুবার করে এক মাস লাগালে মলমেই চলে যায়, যদি একটি-দুটি বা অল্প জায়গায় থাকে। তবে যদি অনেক দিন চিকিৎসা না করা হয়, সারা শরীরে ছড়িয়ে যায়, অনেক বড় জায়গায় হয়ে যায়, তখন শুধু মলমে এটি শেষ হয় না। সে ক্ষেত্রে আমাদের খাওয়ার জন্য একটি ওষুধ দিতে হয়। ওষুধটি এক থেকে দেড় মাস খেতে হয়। সঙ্গে মলম দিতে হয়। তখন পুরোপুরি রোগ নিরাময় হয়। কিন্তু কিছু বিষয় খেয়াল রাখার আছে।
রোগীর জন্য কিছু উপদেশ আছে। ক্ষতস্থান বা আক্রান্ত স্থানে সাবান বা শ্যাম্পু লাগানো যাবে না। সাধারণ সাবান, শ্যাম্পু এই রোগগুলো আরো বাড়িয়ে দেয়।
বলতে পারেন যে গরমের দিনে সাবান, শ্যাম্পু না দিলে কীভাবে পরিষ্কার হবে? এর উপায় আছে। এ রোগের ক্ষেত্রে ওষুধ দেওয়া আলাদা সাবান ও শ্যাম্পু পাওয়া যায়। আমরা সামগ্রিকভাবে এক মাস বা দুই মাসের জন্য ওই সময়ে অন্য সাবান, শ্যাম্পু বন্ধ রেখে, এইসব বিশেষ সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে বলি। এতে কোনো ক্ষতি করবে না। সাবান-শ্যাম্পুর কাজও হয়ে যায়। এভাবে সাধারণত আমরা এই রোগগুলোর চিকিৎসা দিয়ে থাকি।