চল্লিশের পর কত দিন পরপর চশমা সমন্বয় করবেন?

চল্লিশের পর চশমা লাগবে এটাই স্বাভাবিক। তবে মাঝে মাঝেই চশমার পাওয়ারের সমন্বয় প্রয়োজন হয়। বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪৪৯তম পর্বে কথা বলেছেন ডা. বজলুল বারী ভূঁইয়া। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছে।
প্রশ্ন : বড়রা যারা চশমা পরেন, বিশেষ করে চল্লিশের বেশি বয়স যাদের, কাছের জিনিস পড়তে পারেন না ভালো মতো, এ জন্য চশমা ব্যবহার করেন, কারো আবার দূরে জিনিস দেখতেও সমস্যা হতে পারে।
একটা চশমা হয়তো আপনারা ভালো করে দেখে দিলেন, দেখা গেল সেটি কাজ করছে না। আবার ঝাপসা দেখছে, এর কারণ কী? কত দিন পরপর এটি আবার সমন্বয় করতে হয়?
উত্তর : অনেকেরই এই প্রশ্নটা থাকে যে চশমা তো নিলাম, তবে এখন তো আর ভালো দেখি না। যদি প্রশ্ন করা হয় কবে নিয়েছিলেন? হয়তো বলবে, দুই বছর আগে। চালশে যখন শুরু হয় চল্লিশ বছর বয়সে, তখন দেড় থেকে দুই বছর পর অবশ্যই আপনার চশমার পাওয়ার পরিবর্তন হবে। সাধারণত একটু একটু করে পাওয়ারটা বাড়ে। এটিই নিয়ম। এটা অসুখ নয়, জীবনের একটি অধ্যায়। তাই দেড় থেকে দুই বছর পর চোখের চেকআপ করে, চশমাকে পরিবর্তন করতে হবে।