রেটিনার সমস্যায় চিকিৎসা কেমন

রেটিনার সমস্যায় অনেক আধুনিক চিকিৎসা এখন আমাদের দেশে রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৮৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মুহাম্মদ মনিরুজ্জামান। বর্তমানে তিনি ভিশন আই হাসপাতালের রেটিনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রেটিনাজনিত অন্ধত্বের ক্ষেত্রে চিকিৎসা করে কী আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব?
উত্তর : কোনো কোনো ক্ষেত্রে ঠিক করা যায়। কোনো কোনো ক্ষেত্রে যায় না। যাদের মায়োপিয়া থাকে অর্থাৎ যাদের মাইনাস পাওয়ারের চশমা থাকে, যারা দূরে কম দেখে তাদের ক্ষেত্রে রেটিনার চারপাশে কিছু দুর্বল জায়গা থাকে। এই দুর্বল জায়গাগুলোকে যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে পারি, এই ক্ষেত্রে রোগী আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে না। যখন রেটিনা বিশেষজ্ঞদের কাছে আসে, যদি কোথাও কোনো দুর্বল জায়গা খুঁজে পায়, তাহলে আমরা লেজারের মাধ্যমে এগুলোকে ঠিক করে দেই। কখনো কখনো রোগ নির্ণয় না হলে আমাদের কাছে রোগী আসে, পুরো রেটিনাটা ছেড়ে দেই যাকে আমরা রেটিনা ডিটাচমেন্ট বলি। তখন রোগী সেটা বুঝতে পারে না। এই ধরনের রোগী যদি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আসে তাহলে আমরা অস্ত্রোপচার করে আবারও আগের জায়গায় প্রতিস্থাপন করি। কখনো কখনো এই অস্ত্রোপচার একাধিক ধাপেও করে। এসব ক্ষেত্রে দৃষ্টি অনেক ভালো হয়। এটা নির্ভর করে রোগী কোন অবস্থাতে, কী রোগের কারণে আমাদের কাছে এসেছে তার ওপর।
প্রশ্ন : এই চিকিৎসার খরচ কেমন?
উত্তর : তিন থেকে চার বছর আগেও রেটিনার চিকিৎসা তেমন ভালোভাবে হতো না। এগুলোর কারণে রোগীরা বিদেশে চলে যেত। তবে তিন-চার বছর ধরে আমাদের দেশে একটি নাটকীয় পরিবর্তন এসেছে। এখন সাধারণত খুব জটিল অসুখ ছাড়া রোগীদের দেশের বাইরে যেতে হয় না। এখন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। তবে সমস্যা হলো যেই যন্ত্রপাতিগুলো এই সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয়, এগুলো এত দামি যে এই দাম উঠানোর জন্য রোগীর ওপর চাপ পড়ে যায়। সরকারি পর্যায় তো খরচের তেমন কোনো জায়গা নেই, এরপরও কিছু খরচ হয়, বেসরকারি পর্যায়ে প্রায় ৩০-৪০ হাজার টাকা সর্বনিম্ন খরচ এবং এটি ৭০-৮০ বা এক লাখ টাকার মতোও খরচ হয়।
প্রশ্ন : একই সঙ্গে কী দুই চোখে রেটিনার সমস্যা হতে পারে?
উত্তর : যাদের রেটিনার সমস্যা থাকে—যেমন ডায়াবেটিস। এটি তো পুরো শরীরেরই একটি রোগ। প্রেসারের কারণে যে সমস্যাটি হয় সেটি একই সাথে দুই চোখেই হওয়াটা স্বাভাবিক। তবে কখনো কখনো এক চোখেও আসে।
প্রশ্ন : সেক্ষেত্রে খরচটা এক এক চোখের জন্য কী আলাদা হবে?
উত্তর : আমি যেটা বলেছি সেটি কেবল অস্ত্রোপচারের ক্ষেত্রে। তবে চিকিৎসার বিভিন্ন ধাপ রয়েছে। লেজার করা, চোখের মধ্যে ইনজেকশন দেওয়া, অস্ত্রোপচার করা। লেজার খরচ অনেক কম। ইনজেকশনের খরচ অনেক কম।