মুখে টিউমার প্রতিরোধে কী করবেন?
মুখের টিউমার অনেকের হতে দেখা যায় তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। মুখের টিউমার প্রতিরোধে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫০০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সাইফুল আজম রনজু।বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেম্যাস সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : মুখে টিউমার প্রতিরোধে কী করবেন?
উত্তর : সেটার জন্য প্রথমে মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। কিছু যদি অভ্যাস থাকে সেগুলো অবশ্যই ত্যাগ করা। যদি পান জর্দা সুপারির অভ্যাস থাকে, সেগুলো অবশ্যই ত্যাগ করা। মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা। আর মাঝেমধ্যে দাঁতের চেকআপের জন্য দন্ত্য চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং যদি কোনো ছোট আকারের টিউমার বা ফোলা চোখে পড়ে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।