ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রতিরোধে কী করবেন
ডায়াবেটিস হলে অনেকেরই চোখের রেটিনায় সমস্যা হয়, একে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫২৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কিউ এম ইকবাল। বর্তমানে তিনি বিইউএইচএস হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিসে চক্ষু রোগ বা রেটিনোপ্যাথি প্রতিরোধে আপনার পরামর্শ কী? আমাদের দেশে এ বিষয়ে সচেতনতা কেমন?
উত্তর : আসলে এ বিষয় নিয়ে গবেষণা হয়েছে। ১০ বছর আগেও মানুষ সচেতন ছিল না। তবে এখন কিছু মানুষ মিডিয়ার কল্যাণে কিছুটা সচেতন হচ্ছে। আমি মনে করি, বিভিন্ন মিডিয়াকে এ বিষয়ে আরো এগিয়ে আসতে হবে। যেমন আপনারা আসছেন, সে জন্য ধন্যবাদ। এভাবে বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে এবং বিভিন্ন সামাজিক সাইটে, বিভিন্ন এনজিও ও চিকিৎসক এ বিষয়ে আরো সচেতন করতে পারেন। কারণ, এখন আমরা অনেক রোগী এ রকম পাচ্ছি যে সে জানে না তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেক অগ্রবর্তী পর্যায়ে হয়ে গেছে।