অ্যাজমা অ্যাটাক হলে করণীয়
অনেক সময় অ্যাজমা থেকে লক্ষণগুলো খুব বেড়ে গিয়ে অ্যাজমা অ্যাটাক হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে এ থেকে মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছতে পেরে মৃত্যুর ঝুঁকিও হতে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৪৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. খান মো. সাইদুজ্জামান। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমরা অনেক সময় দেখি অ্যাজমা অ্যাটাক হয়। এ সময় কী করণীয়?
উত্তর : আমরা তখন বলে দিই, যদি বারবার এ রকম হয়, আপনার বাসায় একটি নেবুলাইজিং মেশিন থাকতে হবে। কোনো চিকিৎসক বা হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সেখানে তাৎক্ষণিকভাবে চলে যাবেন। অক্সিজেন পরিবহন যদি না হয় শ্বাসনালিতে, আপনি যেকোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। সুতরাং আপনাকে শ্বাস-প্রশ্বাস নালিতে অক্সিজেন দিতে হবে। এ জন্য যত দ্রুত পারেন ডাক্তারের কাছে চলে যান বা হাসপাতালে ভর্তি হয়ে যান।
প্রশ্ন : প্রতিরোধের বিষয়গুলো আপনারা কীভাবে দেখেন?
উত্তর : আমাদের মূল উদ্দেশ্য হলো প্রতিরোধ করা। পরিবেশকে সুন্দর রাখা। পরিবেশ যদি ভালো থাকে, যদি আলো-বাতাস ভালো থাকে, যদি ধুলাবালি না থাকে, যদি পোকামাকড় না থাকে, চলাফেরায় ধুলাবালি থাকে, তাহলে আমার এই অ্যাটাক হবে না। কোন কোন ক্ষেত্রে অ্যাটাকটা হয়, সে ক্ষেত্র থেকে দূরে থাকতে হবে। পরিষ্কার ও বায়ুপ্রবাহ ভালো হয়, এমন মানুষের জন্য এসব পরিবেশ উপকারী।