কান পাকা রোগে কেন চিকিৎসা প্রয়োজন

কান পাকা রোগের সমস্যা সাধারণত শিশু ও বয়সন্ধিকালে বেশি হয়ে থাকে। এর চিকিৎসা করা জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৫০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মেজবাহ উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কান পাকা রোগের যদি চিকিৎসা করা না হয়, তাহলে পরে সে কী কী অসুবিধার সম্মুখীন হবে?
উত্তর : কান পাকা রোগের একটি কারণ সেভ ভ্যারাইটি। এর ক্ষেত্রে কানের মধ্যকর্ণের মধ্যে যে তিনটি ছোট অস্থি থাকে, সেই অস্থিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। সেগুলো দিয়ে শব্দ যেটা আসে সেটা শুনি। পর্দা ও অস্থি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার কানের শ্রবণ শক্তি কমে যাবে। একে সাধারণত কনডাকটিভ ডেফিনেশন বলি।
আরেকটি হলো পেছনের মধ্যকর্ণের যে অংশ থাকে সেখানে ককলিয়া নামক অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তার শ্রবণ শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
আর আনসেভ ভ্যারাইটির ক্ষেত্রে মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।