হজমের সমস্যায় সহজ সমাধান

আমরা যে ধরনের জীবনযাপন করি, তাতে হজমের সমস্যা একটি প্রচলিত বিষয়। মাথাব্যথা, বুকব্যথা, তন্দ্রাভাব এগুলো হলো হজমে সমস্যা হওয়ার উপসর্গ। তবে আপনি যদি কিছু সহজ আয়ুর্বেদিক নিয়ম মেনে চলেন তবে হজমের সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। টাইমস অব ইন্ডিয়া দিয়েছে এ বিষয়ে পরামর্শ।
ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন
আয়ুর্বেদিক পদ্ধতিতে ঘুম থেকে ওঠার সবচেয়ে ভালো সময় ভোর ৪টা থেকে ৬টা। এটিকে দিনের সবচেয়ে আধ্যাত্মিক সময় বলা হয় এবং এটি মেডিটেশন বা ধ্যানের জন্যও চমৎকার সময়। এ সময় ঘুম থেকে ওঠা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে।
গরম পানি পান
আয়ুর্বেদিক বিদ্যায় একটি শব্দ আছে অগ্নি, যা পাচক অগ্নি হিসেবেও পরিচিত। সুতরাং যখন আমরা ঠান্ডা পানি পান করি, তখন এই পাচক অগ্নি পরিহার হয়। এটি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে। সবচেয়ে ভালো হয়, সকালে ঘুম থেকে উঠে একগ্লাস কুসুম গরম পানি পান করলে। এর সঙ্গে আপনি লেবু বা মধু মেশাতে পারেন।
কাচা সালাদ না খাওয়া
আপনি যদি বেশি পরিমাণে সালাদ খান তবে এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। তবে কাঁচা জিনিস বেশি খেলে হজমে সমস্যা হতে পারে। তাই যদি সালাদ খেতে খুব পছন্দ করেন, আর আপনার হজমে সমস্যা থাকে তবে এগুলোকে একটু সিদ্ধ করে নিতে পারেন। পাশাপাশি এর মধ্যে স্বাস্থ্যকর তেলও যোগ করতে পারেন।
খাওয়ার পর বজ্রাসন করুন
খাওয়ার পর বজ্রাসন করতে অনেকেই পরামর্শ দেন। প্রথমে হাঁটু গেড়ে এমনভাবে বসুন যেন পৃষ্ঠদেশ গোড়ালি স্পর্শ করে। হাঁটুর ওপরে আপনার হাত রাখুন। খাওয়ার পর এই অবস্থায় পাঁচ থেকে ছয় মিনিট থাকুন। এটি কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং হজমে সাহায্য করবে।