হাঁটুর ব্যথায় কীভাবে পিআরপি চিকিৎসা করা হয়, খরচ কেমন?

হাঁটুর সমস্যায় বা অস্টিওআরথ্রাইটিসের ক্ষেত্রে পিআরপি একটি অন্যতম নতুন চিকিৎসা। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাঁটুর ব্যথা বা অস্টিওআরথ্রাইটের সমস্যায় পিআরপি চিকিৎসা কীভাবে করা হয়?
উত্তর : একজন রোগী আমাদের কাছে যখন হাঁটুর ব্যথা নিয়ে আসে আমরা প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে অস্টিওআরথ্রাইটিসের কোন পর্যায়ে আছেন। এর ওপর নির্ভর করে আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি।
প্রথমে রোগীদের ডায়াবেটিস, গাউট ইত্যাদি বিভিন্ন ধরনের অসুখ আছে কি না সেগুলো জানি। এরপর আমরা এক্সরে বা এমআরআই করে পর্যায়টা নির্ণয় করি। এরপর পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি সেগুলোতে আমরা বর্ণনা করি। আমরা মূলত রোগীর শরীর থেকে রক্ত নেই, রক্ত থেকে পিআরপিটা আলাদা করে একে কার্যকরী করে আমরা তার প্রদাহ হওয়ার জায়গায় ইনজেক্ট করে দিই।
প্রশ্ন : বললেন যে রক্ত নিতে হয়। এর পরিমাণটা কেমন?
উত্তর : এটা নির্ভর করে আমি কয়টি জোড়ায় ওনাকে জিনিসটি দেব এর ওপর বা ওনার কয়টা অবস্থা রয়েছে। যদি হাঁটুতে সমস্যা হয়, প্রতি সেশনের জন্য ২০ এমএল রক্ত লাগে।
প্রশ্ন : একজন রোগীর ক্ষেত্রে সাধারণত কয়টি সেশন লাগে?
উত্তর : সাধারণত আমরা চারটা সেশন ব্যবহার করি একটি জয়েন্টের চিকিৎসার জন্য। আমরা বলি, এক সপ্তাহ পরপর তিনবার তিনটি আর এক মাস পর একটি দিয়ে থাকি।
প্রশ্ন : সে ক্ষেত্রে সর্বমোট কয়বার আপনাদের কাছে রোগীকে আসতে হয়?
উত্তর : চারবার আসতে হয়।
প্রশ্ন : চিকিৎসা পদ্ধতিটা সম্পন্ন হয় কীভাবে?
উত্তর : প্রথমে আমরা প্রতি সপ্তাহে একটি করে ইনজেকশন দিয়ে তিন সপ্তাহে তিনটি ইনজেকশন শেষ করি, এক মাস পরে আমাদের ফলোআপে আসতে হয়। এরপর যদি দেখি রোগীর অবস্থা ভালো আছে তাহলে টপ আপ দিই। আবার অবস্থা বুঝে নাও দিতে পারি। তবে আমরা চারটি কোর্স সম্পন্ন করি। রোগীকে তার জীবনযাত্রা বা খাদ্যাভ্যাসের কিছু বিষয়ে পরামর্শ দিই। বেশির ভাগ রোগী দেড় দুই বছর পর্যন্ত অসুখ থেকে ভালো থাকে। এরপর আমাদের জীবনযাত্রায় যদি কোনো ব্যাঘাত ঘটে বা ক্ষয়জনিত যদি কোনো সমস্যা হয়, সাধারণত প্রতিবছর পাঁচ ভাগ করে বয়সজনিত যে ক্ষয় সেটি হয়। একে আমরা ঠিক করার জন্য প্রতি দেড় বছর পরপর একটি টপ আপ দিয়ে থাকি। প্রতি দেড় বছর পরপর একটি করে ইনজেকশন নিতে হবে।
প্রশ্ন : যেহেতু এটি একটি নতুন চিকিৎসা পদ্ধতি, এর ব্যয় কেমন?
উত্তর : আসলে প্রতি সেশন হিসেবে এর ব্যয় নির্ভর করে। সাধারণত প্রতি সেশন ১৯ হাজার টাকা করে খরচ পড়ে। যতগুলো জয়েন্টে হোক একই খরচ।