বিএসএলসিটিআরের দ্বিতীয় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
বিএসএলসিটিআরের দ্বিতীয় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন

লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বিএসএলসিটিআরের উদ্যোগে আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৪ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্বব্যাপী লিভার ক্যানসারের প্রবণতা ও প্রাণহানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। লিভার ক্যানসার চিকিৎসায় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হিসেবে হেপাটোলজিস্ট, অনকোলজিস্ট, সার্জন, ইন্টারভেনশনাল রেডিওলজিসহ কয়েকটি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে লিভার ক্যানসার আক্রান্ত রোগীদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিতের ধারণা থেকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ (বিএসএলসিটিআর)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞরা।

সম্মেলনে বাংলাদেশের ক্যানসার চিকিৎসার বর্তমান প্রেক্ষাপটের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এছাড়া ‘লিভার ক্যানসার ব্যবস্থাপনা ও বাংলাদেশে গবেষণা’ বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। লিভার ক্যানসার চিকিৎসায় বিএসএলসিটিআরের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান ও মহাসচিব ডা. মো. ফজল করিম।