বর্ষায় বেড়ে যায় যেসব রোগের প্রকোপ
বর্ষাকালে শিশুদের দেহের সঙ্গে রোগের একটি সম্পর্ক রয়েছে। বর্ষায় ঠান্ডা–গরমের সংমিশ্রণে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের দেহে মাঝে মাঝে ভারসাম্য হারায়। বিশেষ করে এ সময় শিশুদের অ্যাজমা থেকে শুরু করে বিভিন্ন পানিবাহিত রোগব্যাধি দেখা দেয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বর্ষায় শিশুদের যেসব রোগের প্রকোপ বেড়ে যায়, সে সম্পর্কে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
বর্ষাকালে যে অসুখগুলো হয়ে থাকে, সেগুলো আসলে কী কী, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম ইমন বলেন, বর্ষাকালে আবহাওয়ার যে বৈশিষ্ট্যগুলো থাকে তারমধ্যে একটি হচ্ছে– এ সময় তাপমাত্রা খুব তীব্রভাবে অনুভূত হয়। পাশাপাশি হিউমিডিটি বা আর্দ্রতা বেশি মাত্রায় থাকে। এই আবহাওয়ায় তাপমাত্রা ও হিউমিডিটি বেশি থাকার কারণে একটি শিশুর বড় ধরনের অসুখ হয়ে যায়। এ সময় কিছু কিছু ভাইরাসজনিত, কিছু কিছু ব্যাকটেরিয়াজনিত অসুখ-বিসুখ বেশি মাত্রায় দেখা যায়।
বর্ষাকালে কোন সমস্যাগুলো শিশুদের বেশি হয়ে থাকে, এক্ষেত্রে অভিভাবক যারা রয়েছে, তাদের কতটুকু সচেতন থাকা উচিত, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম ইমন বলেন, বর্ষায় ভাইরাসজনিত জ্বরের পাশাপাশি ভাইরাসজনিত ঠাণ্ডা-কাশি, ভাইরাসজনিত নিউমোনিয়া ও ভাইরাসজনিত গলা ব্যথা (টনসিল) হচ্ছে। এ ছাড়া এই সময় কিছু পানিবাহিত রোগ খুব তীব্রভাবে সামনে চলে আসে। গরমের জন্য বাচ্চারা যেখান–সেখান থেকে পানি খেয়ে ফেলছে। এ কারণে বাচ্চাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, রক্ত আমাশয়, টাইফয়েড জ্বর এবং বিভিন্ন ধরনের হেপাটাইটিসকে মোটাদাগে পানিবাহিত রোগ হিসেবে চিহ্নিত করা হয়।
যাদের অ্যাজমার সমস্যার রয়েছে, তাদের ক্ষেত্রে বর্ষাকালীন সময়টা বিশেষ কোন ধরনের যত্নের প্রয়োজন রয়েছে কিনা? তাদের কী কী অসুবিধা হতে পারে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম ইমন বলেন, কিছু কিছু রোগ থাকে, যেগুলো বিশেষ সময়ে বেড়ে যেতে পারে। কারণ হিসেবে এই চিকিৎসক বলেন, বর্ষাকালে সকালে প্রচণ্ড বৃষ্টি আবার দুপুরে প্রচণ্ড রোদ ওঠে। দেখা গেল একই দিনে ঠান্ডা এবং গরমের মিশ্র অনুভূতি শরীরে ও মনে বিদ্যমান থাকল। এই ঠান্ডা–গরমের সংমিশ্রণে তার কাশিটা আবার জমে গেল। অর্থাৎ তার অ্যাজমাটা আবার সামনে চলে আসল বা বৃদ্ধি পেল। যদিও সে ওষুধের দ্বারা এই রোগটি নিয়ন্ত্রণে রেখে ছিল।
তারপরও আবহাওয়ার তারতম্যের কারণে বা খেয়াল না করার কারণে অ্যাজমা হতে পারে। অথবা বাচ্চারা অনেক সময় খেলতে গিয়ে ঘামার কারণে কাপড়টা লেপটে ছিল। এটা অভিভাবকরা সময় মতো খেয়াল করেনি কিংবা ওই ঘামটা মুছে দেয়নি। এজন্য শিশুর অ্যাজমা আবার বৃদ্ধি পায়। এই সময়ে এটা খুব স্বাভাবিক বিষয়।
বর্ষায় শিশুদের যেসব রোগের প্রকোপ বেড়ে যায়, এই সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।