স্যানিটাইজার ব্যবহারের নিয়মাবলী
কোভিড শুরু হওয়ার পর থেকে ব্যাপক পরিমাণে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে। তবে স্যানিটাইজার ব্যবহারের সময় একাধিক বিষয় মাথায় রাখতে হবে।
যখনই স্যানিটাইজার ব্যবহার করবেন, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাতে স্যানিটাইজার প্রয়োগ করুন। দুই তালুর মাঝে স্যানিটাইজার লাগানোর সময় অবশ্যই আঙুলের মাঝখানেও স্যানিটাইজার প্রয়োগ করুন। অবশ্যই স্যানিটাইজার কেনার সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নেবেন।
যদি হাতে কোনো রায়ায়নিক বা হাত অত্যন্ত নোংরা হয়ে থাকে, তাহলে অবশ্যই স্যানিটাইজার প্রয়োগের আগে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন।
স্যানিটাইজারকে অবশ্যই শিশুদের নাগাল থেকে দূরে রাখুন। কারণ স্যানিটাইজারে ১-প্রোপানল অ্যালকোহল থাকে, যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
স্যানিটাইজারে অ্যালকোহল থাকে এবং অ্যালকোহল অত্যন্ত দাহ্য। তাই স্যানিটাইজার প্রয়োগের পরে আগুনের পাশে না যাওয়াই উচিত।