টুথপিক নাকি ফ্লস, দাঁতের ফাঁকে খাবার কী দিয়ে পরিষ্কার করবেন?

মাংস-ভাত খাওয়ার পর দাঁতের ফাঁকে আটকে যায় মাংসের ছিবড়ে। এরপরে হাত ও ব্রাশ দিয়ে শত চেষ্টা করেও মাংসের টুকরোগুলো বের করতে ব্যর্থ হয়ে তখন অনেকেই ব্যবহার করেন টুথপিক। এতে সমস্যা মিটলেও, দাঁতের ক্ষতির আশঙ্কা থাকে। তাই টুথপিক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দন্ত চিকিৎসকরা।
দন্ত চিকিৎসকরা জানাচ্ছেন, টুথপিক ব্যবহারের ফলে অনেক রোগী মারাত্মক সমস্যায় পড়েন। টুথপিক ব্যবহার করতে গিয়ে মাড়িতে গর্ত হচ্ছে, দাঁতের ফাঁক বাড়ছে, ফলে উল্টো আরও বেশি খাবার জমে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে কী কী করা উচিত?
টুথপিক ব্যবহারে দাঁতের কী ক্ষতি হয়
দাঁত ও মাড়ির সংযোগস্থলে একটি বিশেষ ধরনের লিগামেন্ট থাকে। যাকে পেরিয়োডোন্টাল লিগামেন্ট বলে। এই লিগামেন্ট যদি কোনো কারণে একবার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কখনও কোনো চিকিৎসা দিয়েই সারানো যাবে না। আর নতুন করে নিজে থেকে পেরিয়োডোন্টাল লিগামেন্ট তৈরি হয় না। সে কারণে টুথপিক ব্যবহার করায় নিষেধাজ্ঞা দন্ত চিকিৎসকদের।
টুথপিকের পরিবর্তে কী ব্যবহার করবেন?
দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে ডেন্টাল ফ্লস ও ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করা যেতে পারে। ডেন্টাল ফ্লস সুতোর মতো একটি জিনিস। দু’টি দাঁতের ফাঁকে প্রবেশ করানো যেতে পারে খুবই সহজে। সেটি দিয়ে খাবার বের করে নেওয়া যেতে পারে। কিন্তু যাদের দু’টি দাঁতের মাঝের ফাঁক অনেকখানি, তাঁদের জন্য ডেন্টাল ফ্লস সুবিধাজনক নয়। সে ক্ষেত্রে ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করা যেতে পারে। এটি দিয়েও দাঁতের মাঝের প্লাক বা খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করার কাজ সুষ্ঠুভাবেই হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।