ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৩৮ জন
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৯ জনে।
আজ শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন, তবে কেউ মারা যায়নি।
এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় গত ৭ জুন। সেদিন ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গু নিয়ে।
হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) একজন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ২৪ জন, খুলনা বিভাগে তিনজন ও রাজশাহী বিভাগে তিনজন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক