‘প্রসূতি ও স্ত্রীরোগের সার্জারির সময় মূত্রথলী ও মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে’

রেডিসন ব্লু চট্টগ্রামের মেজবান হলে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) আয়োজিত ‘সেফ হ্যান্ডস, সেফ আউটকাম : এভয়ডিং সার্জিক্যাল ইনজুরিস ইন উইমেন’ শিরোনামে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম ও অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. জিনাত আরা চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম ও ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।
ডা. রফিকুল ইসলাম ‘টিপস অ্যান্ড ট্রিকস টু ট্যাকল কমন ইনজুরি টু ইউরিনারি ট্র্যাক্ট ইন গাইন অ্যান্ড অবসটেট্রিক সার্জারি’ শিরোনামে একটি বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রসূতি ও স্ত্রীরোগের বিভিন্ন সার্জারির সময় কিভাবে মূত্রথলী ও মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পরবর্তীতে রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ সময় তিনি আরও উল্লেখ করেন, কী কী পদ্ধতি অবলম্বন করলে এবং কিভাবে সচেতনভাবে কাজ করলে মূত্রনালী ও মূত্রথলীর এই ক্ষত ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুর রব।