গরমে চুলের ৪ হেয়ার স্টাইল
গরমে চুল সামলানো বেশ কষ্টকর। বড় চুলে গরম লাগে বেশি। এ সময় ঘাম বেশি হয়। তাই মাথার ত্বকে ময়লা জমে। চুল হয়ে ওঠে রুক্ষ। তবে গরমে চাইলেই আপনি ভিন্ন ভিন্ন স্টাইলে আপনার চুল সাজাতে পারবেন। গতানুগতিক খোপা, পনিটেইল কিংবা কাকড়া ব্যান্ড দিয়ে না বেঁধে, চুল একটু ভিন্নভাবে সাজান।
ব্যাংস
এই গরমে ব্যাংস কাট বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। ফ্রন্ট ব্যাং, বেবি ব্যাং, রঙিন ব্যাংগুলি এখন ফ্যাশন। মুখের আকৃতি, চুলের দৈর্ঘ্য এবং টেক্সচারের ভিত্তিতে বেছে নিতে পারেন হেয়ার ব্যাং। মনোযোগ আকর্ষণ করতে এটি হতে পারেে একটি স্টাইলিশ হেয়ার কাট।
ওয়েভি বব
গ্রীষ্মের মৌসুমে ওয়েভি বব একটি ট্রেন্ড। বব কাট আপনার চুলে আরও ভলিউম যুক্ত করবে। এই হেয়ার কাটে সামনের দিকের চুলগুলি ছোট থাকে। পিছনের চুলগুলি বড় রাখা হয়।
ওয়েভস
এটি বহুমুখী চুলের স্টাইলগুলির মধ্যে একটি। ওয়েভি হেয়ার কাট চুলে এক ধরনের তরঙ্গ এনে দেবে। অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো দেখায় কারণে এই হেয়ারস্টাইলকে ‘বিচি ওয়েভস’ নামেও বলা হয়। এই হেয়ার কাটে চুল দেখাবে ঘন। চুলের এই স্টাইলটি বেশ আকর্ষণীয়।
ব্লো ড্রাই
৯০ দশকের ব্লো ড্রাই ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। যদিও কেউ কেউ মনে করতে পারে যে বাড়িতে এই স্টাইল পাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু সহজেই হেয়ারড্রাই দিয়ে চুলে ব্লো-ড্রাই তৈরি করতে পারেন। এই হেয়ার স্টাইলে আপনার চুল উজ্জ্বলতায় পূর্ণ থাকবে।
সূত্র- হিন্দুস্তান টাইমস