যে পোশাকে ঢাকা পড়বে মেদ

নিজেকে পাতলা দেখানোর জন্য আমরা অনেক কিছু করে থাকি। সঠিক পোশাক নির্বাচন আপনাকে পাতলা দেখানোর জন্য সবচেয়ে বেশি কার্যকর। অনেক সময় কিছু পোশাকে আমাদের বেশ মোটা দেখায়। আবার কিছু পোশাক আছে যা আপনাকে রোগা দেখাবে। তাই শপিং-এর সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। এগুলো আপনাকে সঠিক পোশাক নির্বাচনে সাহায্য করবে। আপনাকে তুলনামূলক ভাবে রোগা দেখাবে।
স্ট্রাইপ
স্ট্রাইপ প্রিন্টের কাপড় অনেকেরই পছন্দ। এক্ষেত্রে আড়াআড়ি স্ট্রাইপের পোশাক এড়িয়ে চলুন। এই স্ট্রাইপগুলিতে আপনাকে আরও চওড়া দেখাতে পারে। এগুলো পড়লে যে কাউকেই মোটা লাগে। এমন পোশাক বেছে নিন যা লম্বা স্ট্রাইপের। খাড়া এবং লম্বা স্ট্রাইপগুলি আপনার ফিগারকে পাতলা করতে সাহায্য করবে।
পোশাকের সাইজ
বেশি ঢিলেঢালা পোশাক পরবেন না। এতে দেখতে মোটা লাগে। পোশাক হতে হবে শরীরের সাথে মানানসই। যাতে আপনাকে পাতলা ও মোহনীয় লাগবে। আপনি যদি মিডিয়াম সাইজের জামা পরিধান করে থাকেন, তবে সেটিই কিনুন। অনেকেই এক সাইজ বড় পোশাক পরে থাকে। এতে আপনাকে সবসময়ই মোটা লাগবে।
রঙ নির্বাচন
পোশাকের ক্ষেত্রে গাঢ় রং নির্বাচন করুন।। গাঢ় রং-এ স্লিম দেখায়। শরীরের সমস্যাযুক্ত জায়গাগুলো আড়াল করতে সাহায্য করে। কালো, নেভি ব্লু বা গাঢ় ধূসর পরার চেষ্টা করুন।
বেল্ট পরিধান করুন
বেল্ট আপনার কোমরকে চিকন দেখাতে সাহায্য করবে। আজকাল যেকোনো পোশাকের সাথে বেল্ট পরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই শাড়ি, কামিজ বা ব্লাউজের সঙ্গে একটি বেল্ট পরে থাকেন।
লেয়ার করুন
স্লিমিং ইফেক্ট তৈরি করার জন্য আপনার পোশাক লেয়ার করে পরুন। এটি একটি দুর্দান্ত উপায়। যেমন: টি-শার্টের উপর ব্লেজার বা শার্ট পরুন। এতে আপনাকে রোগা দেখাবে। এনে দিবে স্মার্ট লুক।
হিল পড়ুন
হিল পড়লে আপনার পা লম্বা দেখাবে। আপনাকে পাতলা দেখাতে সাহায্য করতে পারে। হাই হিল পড়তে অস্বস্তিকর হলে, প্ল্যাটফর্ম জুতা পরুন।
অলঙ্কার পড়ুন
মনোযোগ আকর্ষণ করতে অলঙ্কার ব্যবহার করুন। একটি নেকলেস বা বড় কানের দুল পড়তে পারেন। আবার, একটি স্কার্ফও মনোযোগ আকর্ষণ করতে পারে । এগুলো ব্যবহারে আপনাকে বেশ পাতলা দেখাবে।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া