৯টি উপায়ে আপনার বাড়িকে করুন আরামদায়ক
সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমরা ঘরে ফিরি। কেউ আবার ছুটির দিনে ঘরে কাটাতে পছন্দ করে। আর এই ঘর যদি থাকে নোংরা ও পুরানো আসবাবপত্রে ভরা, তাহলে কেমন লাগবে আপনার ? এতে সারাদিনের ব্যস্ততার পর ঘরে ফিরলে মেজাজ হবে আর ও খারাপ। তাই আপনি ঘরে কিছু জিনিস যোগ করলে পেয়ে যাবেন স্বস্তির পরিবেশ। তাই নিজের ঘরকে করে ফেলুন আরামদায়ক। তাহলে আপনার ঘর হয়ে ওঠবে ‘হোম সুইট হোম’।
১। গাছপালা যোগ করুন
গাছপালা বাড়িকে বর্ণিল করে। গাছ ঘরের বাতাস দূষিতমুক্ত রাখে। ঘরকে শীতল করে তোলে। এতে করে আপনি ঠাণ্ডা অনুভব করবেন। যা কিনা প্রাকৃতিক এসির কাজ করবে।
২। উজ্জ্বল রঙের ব্যবহার
বাড়িতে উজ্জ্বলতা আনুন। উজ্জ্বল রঙের কুশন, পর্দা এবং পাটি ব্যবহার করুন। এটি আপনার ঘরকে প্রাণবন্ত করে তুলবে। নিস্তেজ রঙ মন খারাপ দেয়।
৩। দেয়ালে ছবির ব্যবহার
আপনার দেয়ালে রঙিন শিল্পকর্ম যোগ করুন। এটি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে।
৪। প্রাকৃতিক আলোর ব্যবহার
সবসময় পর্দা টেনে রাখবেন না। মাঝে মাঝে প্রাকৃতিক আলো পেতে এগুলো সরিয়ে দিন। সূর্যের আলো আপনার বাড়িকে প্রফুল্ল বোধ করতে সাহায্য করবে। এমনকি সূর্যের আলো জীবাণু ধ্বংস করতে খুবই কার্যকর। তাই দিনের বেলা কিছুটা সময় হলেও ঘরে বাইরের আলো আসতে দিন।
৫। সুগন্ধির ব্যবহার
আপনার বাড়িতে সুগন্ধ যোগ করুন। এ ক্ষেত্রে সুগন্ধিযুক্ত মোমবাতি বা তেল ব্যবহার করতে পারেন। ল্যাভেন্ডার, লেবু বা পেপারমিন্টের মতো সুগন্ধ ঘরের শিথিলতা বাড়ায়। আপনার মেজাজ রাখবে ঠাণ্ডা ।
৬। সঙ্গীত বাজান
আপনার প্রিয় গানগুলির একটি প্লেলিস্ট তৈরি করুন। সেগুলি আপনার বাড়িতে চালান৷ এটি আপনার ঘরে একটি প্রফুল্ল পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।
৭। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন
আপনার বাড়ি থেকে কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকলে তা সরিয়ে ফেলুন। এতে পরিবেশ শান্ত থাকবে। আপনাকে স্বচ্ছতার অনুভূতি দিবে।
৮। আরামদায়ক জিনিসপত্র রাখুন
আরামদায়ক কম্বল বা কুশন ব্যবহার করুন। এটি ঘরে আরাম এনে দিবে। আপনার ঘরে এক ধরনের শিথিলতার অনুভূতি তৈরি করবে।
৯। ব্যক্তিগত জিনিসের ব্যবহার
আপনার বাড়ি পারিবারিক ছবি দিয়ে সাজান। নিজ হাতে তৈরি শিল্পকর্মও ব্যবহার করতে পারবেন। এটি আপনার বাড়িকে শিল্পের ছোঁয়া দিবে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া