ঈদ উপলক্ষে বনানীতে মেলা
অনলাইনভিত্তিক ১৪টি প্রতিষ্ঠান আসন্ন ঈদ উপলক্ষে আয়োজন করেছে মেলা। রাজধানীর বনানী ১১ নম্বরের জেনেটিক পয়েন্টের আট তলায় ‘মোড়’-এ বসছে এই মেলা। আগামী ২ থেকে ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে হাটুরে মেলা।
এখানে ক্রেতারা পাবেন নিজস্ব ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, গহনা, টি-শার্ট। এগুলো ছাড়াও এখানে দেখা মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত, আদিবাসী পিনন এবং নকশীকাঁথার কাজ।সঙ্গে থাকছে ঘর সাজানোর গাছ, খাঁটি দেশি চাল, বিশুদ্ধ ঘি ও সুন্দরবনের মধু। আর থাকছে ঘরে তৈরি বিভিন্ন খাবার।
আপনার এবারের ঈদকে দেশি সাজে জমজমাট করতে একবার ঢুঁ মারতে পারেন অনলাইনের হাটুরেদের হাটে।মেলায় যেসব অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে সেগুলো হলো : বেস্ট বাংলাদেশ, তুগুন, রাঙা, রেগা, লাল কাজল, গুটিপোকা, দ্বৈত, প্যাঁচা, জলছাপ, এক্সারো, চারুমেলা, আজমুন্স এটায়্যার, সায়রা ও রূপকথা জামদানি।
বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন হাটুরের ফেসবুক ইভেন্ট থেকে www.facebook.com/events/936110509743573#sthash.MWzrDFt1.dpuf