ইফতার
রাজকীয় স্বাদ পেতে যান ডিএসএস
মিরপুরের শেওড়াপাড়ায় সবচেয়ে বড় সুপার শপ ডিএসএস মার্কেট। যেখানে একই ছাদের তলায় রয়েছে আপনার প্রয়োজনীয় সবকিছুই। ক্রেতা বা ভোক্তাদের প্রায় সব প্রয়োজন মিটিয়ে আসছে এই সুপার শপটি। তাই তারা ক্রেতাদের কথা মাথায় রেখে রোজাতেও করেছে বাড়তি আয়োজন। পুরো রমজানেই তাদের জন্য থাকছে ইফতার বাজার।
ডিএসএস সুপার শপটির ঠিক সামনের অংশে দুপুরের পর থেকে প্রতিদিনই থাকছে ইফতারের এই পশরা। অভিজ্ঞ শেফের হাতে তৈরি সব খাবারই যেন আপনার ইফতারে আনবে রাজকীয়তার প্রতীক। এর মাধ্যমে মিরপুরবাসীর কাছে প্রকাশ করছে তাদের খাবারের মান ও ধরন। কারণ তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়। ডিএসএস সুপার শপটির সঙ্গেই দোতলাজুড়ে ছিমছাম পরিবেশে করেছে ডিএসএস ওয়েস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং ঠিক এর ওপরের ফ্লোরজুড়ে থাকছে ডিএসএস কনভেনশন সেন্টার।
তদের ইফতারের এই মেন্যুতে থাকছে ৩০টিরও বেশি ইফতার আইটেম। যার মধ্যে পেঁয়াজু, বেগুনি, বারবিকিউ চিকেন, চিকেন রোস্ট, বিরিয়ানি, অনথুন, সমুচা, কাবাবসহ আরো অনেক মজাদার আইটেম। ২৫ থেকে ১০০ টাকায় পাবেন রকমারি সব ইফতার আইটেম। এ ছাড়া ভারী আইটেমে পাবেন ১২৫ থেকে ৩৮৫ টাকায়। এ ছাড়া ইফতারে সবার পছন্দের হালিম তো আছেই। হালিমে পাবেন দুটি ভিন্ন ফ্লেবার। একটি বিফ, অন্যটি মাটন। তবে দুটির দামের মধ্যে রয়েছে ভিন্নতা। বিফ হালিমের সবচেয়ে ছোট হাঁড়িটির মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ টাকা আর মাটন ১২০ টাকা। এর পরেরটি বিফ ১৬০ ও মাটন ১৮০ টাকা। হালিমের হাঁড়িভেদে এভাবেই রয়েছে দামের পার্থক্য।
তাই ইফতারে রাজকীয় স্বাদ নিতে আপনাকে আসতে হবে শেওড়াপাড়ার এই ইফতার বাজারে।