ক্লাসরুমে কী করবেন, কী করবেন না
ক্লাসরুম আমাদের খুব পরিচিত একটি জায়গা। পড়াশোনার শুরু থেকে শেষ অবধি বেশির ভাগ সময়ই এখানেই কাটাতে হয়। শিক্ষা অর্জন করার একমাত্র জায়গা এটি। অথচ এখানেই আমাদের যত অনিয়ম। আমরা অনেকেই জানি না বা মানি না যে, ক্লাসরুমে কী করা উচিত এবং কী করা উচিত নয়। দ্য আর্ট অব ম্যানলিনেস ওয়েবসাইটে ক্লাসরুমের আদবকেতা সম্পর্কে কিছু দিক তুলে ধরা হয়েছে-
- ক্লাসে সবসময় ঠিক সময়ে পৌঁছানোর চেষ্টা করুন। পারলে ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট আগেই পৌঁছানোর চেষ্টা করুন।
- প্রতিটি ক্লাসে অংশগ্রহণের চেষ্টা করুন। আর যদি কোনো ব্যক্তিগত কারণে ক্লাসে যেতে না পারেন তাহলে ক্লাস টিচারকে জানিয়ে রাখুন।
- ক্লাসের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো(বই, খাতা, নোট, কলম) সবসময় গুছিয়ে রাখুন। যাতে ক্লাস করার সময় হাতের কাছেই সব খুঁজে পান।
- ক্লাসরুমে সবসময় শান্ত থাকুন। শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।
- ক্লাসে কেউ ভুল উত্তর দিলে তাকে উপহাস করে হাসবেন না। মনে রাখবেন, এমন সমস্যার মুখোমুখি আপনিও হতে পারেন।
- ক্লাসরুম, ল্যাবের প্রয়োজনীয় জিনিস এবং আসবাবপত্র নষ্ট করবেন না। কোনো কিছু নষ্ট হলে কর্তৃপক্ষকে জানাতে ভুলবেন না। এর কারণে অন্য কেউ দুর্ঘটনায় পড়তে পারে।
- ক্লাস শেষ হওয়ার আগেই যদি বের হয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে শিক্ষককে জানিয়ে বের হওয়ার চেষ্টা করুন।
- ক্লাস চলাকালে কোনো কিছু খাবেন না। ক্লাসের ফাঁকে না খেয়ে ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন।
- ক্লাসে সবসময় পরিপাটি পোশাক পরিধান করুন। এমন কোনো পোশাক পরবেন না যা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরুন।
- ক্লাস চলাকালে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন না। এতে অন্যরা বিরক্ত হতে পারে।
- ক্লাসরুমে ফোন বন্ধ রাখুন। কথা বলার খুব প্রয়োজন হলে শিক্ষকের অনুমতি নিন।
- অনেকেই ক্লাসরুমে ঘুমিয়ে পড়েন। এই অভ্যাসটি যত দ্রুত সম্ভব বদলে ফেলুন। এমনকি ক্লাসে বসে বাইরের কোনো কাজ করাও বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, এই ধরনের কাজ করে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন।