হাতের বুড়ো আঙুলে রুপার আংটি পরার নিয়ম ও উপকারিতা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/23/ring.jpg)
গয়না পরতে আমরা কমবেশি প্রায় সকলেই ভালবাসি। গয়না সোনার হোক বা রুপার, সবই সুন্দর। গয়না পরলে যে শুধুমাত্র মানুষের রূপের বদল হয় তা নয়, জ্যোতিষশাস্ত্র মতে, এক একটা গয়নার মধ্যে লুকিয়ে থাকে তাদের আক্ষরিক অর্থ। কারণ প্রত্যেকটা গয়নারই আলাদা আলাদা অর্থ রয়েছে। ঠিক সে রকমই আমাদের বুড়ো আঙুলে রুপার আংটি ধারণ করার বহুমুখী উপকারিতা রয়েছে। এই আংটি সঠিক নিয়ম মেনে ধারণ করলে আপনি যে উপকারগুলো পাবেন, তা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। আনন্দবাজার অনলাইনে এই আংটি ধারণ করার সঠিক নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়েছে।
নিয়ম
১. সোমবার রুপার আংটি ধারণ করতে হবে।
২. রুপার আংটি দোকান থেকে কিনে এনেই পরে নিলে চলবে না। কাঁচা দুধে এই আংটি সারারাত রেখে দিয়ে পরের দিন আংটি পরতে হবে।
৩. এই আংটি পুরুষ কিংবা নারী সকলেই ধারণ করতে পারবেন। উভয় লিঙ্গের মানুষকেই এই আংটি বাঁম হাতের বুড়ো আঙুলে পরতে হবে।
৪. এই আংটির ওজন বেশ ভারী হতে হবে, খুব ছোট পরিধান চলবে না।
৫. এই আংটি ধারণ করার পর অন্য কাউকে আর নিজের আংটি পরতে দেওয়া যাবে না।
ফলাফল
এই আংটি ধারণ করলে ধনসম্পত্তি বৃদ্ধি পায়। অর্থের উন্নতি হতে দেখা যায়।