শীতে পোশাক যত্নে রাখার ৫ উপায়
শীতের সোয়েটার, জ্যাকেট শুধু পরলেই হবে না। এটির যত্ন নেওয়াও জরুরি। না হলেও কয়েকদিনের মধ্যে লোম ওঠা শুরু হবে। প্রতিদিন সোয়েটার, জ্যাকটে কাচলে এবং রোদে শুকানোর ভুলে নষ্ট হতে পারে এটির জেল্লাও। জেনে নিন সোয়টার কীভাবে ভাল রাখবেন।
১. সোয়েটার নিয়মিত কাচা যায় না। প্রতিদিন কাচলে সোয়েটার, জ্যাকেট দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে বাড়িতে এসে খোলার পর সোয়েটার বা জ্যাকেট খোলা হাওয়ায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। ভাল হয় যদি হালকা রোদে তা মেলে দেওয়া যায় কিছুক্ষণ। এতে সোয়েটারে ঘামের গন্ধ চলে যাবে।
২. সপ্তাহে একদিন সোয়েটার কাচা দরকার। তবে এজন্য বেছে নিতে হবে উলের কাপড় কাচার সাবান। সোয়েটার কিন্তু গরম পানিতে কাচতে গেলে আলগা হয়ে যাবে। তাই সবসময় ঠান্ডা পানিতে এটি কাচতে হবে। যেকোনও জ্যাকেট বাড়িতে কাচা যায় না। জ্যাকেট ময়লা হলে সাবান পানিতে কাপড় ভিজিয়ে ময়লা অংশটি হালকা হাতে ঘষে নিতে হবে। তারপর পরিষ্কার পনি দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। বেশি ময়লা হলে ড্রাই ক্লিন করিয়ে নিন।
৩. সোয়টার যাতে কুঁচকে না যায়, জ্যাকেট ভাল রাখতে ওয়ারড্রব ঝুলিয়ে রাখতে পারেন। আবার ভাঁজ করে তুলতে পারেন। তবে সেই ভাঁজ যেন সঠিক এবং টানটান হয়। না হলে সোয়েটারও কুঁচকে যেতে পারে। একটি সোয়েটারের ওপর আর একটি না রেখে মাছে টিস্যু পেপারও বিছিয়ে দিতে পারেন।
৪. সোয়েটার কাচার আগে উল্টে নিন। এতে তা চট করে নষ্ট হয় না। ওয়াশিং মেশিনে কাচলে মৃদু সাইকেল বেছে নিতে হবে। তবে ড্রায়ার, স্টিমার ব্যবহার না করাই ভাল।
৫. ভিজে সোয়েটার হ্যাঙ্গারে শুকাতে না দিয়ে হালকা রোদ আসে এমন জায়গায় তা বিছিয়ে দিন। তোয়ালে বা কাগজের উপরে তা বিছিয়ে দিতে পারেন।